***ক্রোধের প্রকৃতি***
লিখেছেন লিখেছেন egypt12 ১৪ জুন, ২০১৪, ০৯:১৯:০৫ সকাল
জীবন সাগরে দিয়েছি ডুব
জানিনা উঠব কোন বন্দরে,
অজানা কিছু শঙ্কায় মনটা খুব
পুড়ছে সদরে অন্দরে।
.
হৃদয়ে পুষে রাখা স্বপ্ন গুলো
বাস্তবতায় হলো এলোমেলো।
কি ভেবেছি আর কি হলো!
জীবন হলো টলোমলো।
.
তবু টেনে চলেছি জীবন নামের
অস্থির নৌকাটি,
সব মাড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে
লজ্জায় আশাটি।
.
সেই আশা আজও ক্ষীণ আলোয়
জ্বলে গহীনে,
আজও খুঁজে চলে জীবন নামা
সোনালী সোপানে।
.
নাহ! আর পারিনা তাই গড়িনা
আশার বসতি,
হায়! হারিয়ে ফেলি হৃদয়ে জ্বালি
ক্রোধের প্রকৃতি।
.
২২.০২.১৪
বিষয়: সাহিত্য
১১৩৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.
.নাহ! আর পারিনা তাই
গড়িনা
আশার বসতি,
হায়!
হারিয়ে ফেলি হৃদয়ে জ্ব
ালি
ক্রোধের প্রকৃতি।
হুম বিয়া করাই দিতে হবে।
বিয়ের দাওয়াত কিন্তু চাই।
মন্তব্য করতে লগইন করুন