***আত্ম-প্রত্যয়***
লিখেছেন লিখেছেন egypt12 ০৯ জুন, ২০১৪, ০৯:০২:০৫ সকাল
যত বাঁধা আসুক গ্লানি আসুক
মানবোনা পরাজয়,
হৃদয়টাকে কঠিন করেছি
বিপদই হবে ক্ষয়।
.
জন্ম থেকেই বিপদ দেখেছি
আঁধারের বন্যায়,
আমাকে তবুও কেনা তো যাবেনা
হীরে আর পান্নায়।
.
আমি মানবোনা পরাজয়
আমি মানি নাই পরাজয়,
এত এত এত বিপদ দেখেও
হৃদয় হয়নি ক্ষয়।
.
হৃদয়টাকে রেখেছি আমি
কঠিন ধাতুর পিঞ্জরে,
তাইতো হৃদয় ভয় পায়না
যদিও হাজার খুন ঝরে।
.
এই বুকভরা আছে অসীম সাহস
প্রত্যয় দুটি চোখে,
তাই নরম হইনি ভেঙ্গে যাইনি
অগণিত জরা শোকে।
.
জানি জানি আমি জানতে হয়েছে
হারের পরেই জিৎ আসে,
আমি দেখতে পেয়েছি অন্তর দ্বারা
কঠিন পথেই সুখ হাঁসে।
.
আমি সকল সময় সুখ পিয়াসী
তাইতো করি দুখ বরণ,
তাই দেখে যাও দুখের পরে
সুখ ছুঁয়েছে এই চরণ।
.
আজ সুখের পথের মাড়িয়ে ধুলো
পথ ধরেছি অনন্তের,
এবার জানি শেষ হবেনা
এই এ জীবন বসন্তের।
.
০৬.০৬.১৪
বিষয়: সাহিত্য
১২১৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে পড়ছে বাংলা সাহিত্যের একটি বিখ্যাত লাইন,
“আসুক তুফান, তুফানরে আর ডরাইনা।”
আপনার কবিতা গুলো দেখলে মনে হয় সেগুলি আমার জীবন থেকেই নেওয়া,
অর্থ্যাত আমার মনের কথাই আপনার কবিতার মধ্যে লুকিয়ে থাকে
সত্যিই অসাধারন।
যদি যায় বাঁধা
সুখ-দুখ সবকিছুই
ভাগ হয় আধা।
.
শিকলে বাঁধা হৃদয়টাকে
করে দাও মুক্ত
সুখ-দুখের মিলমেলায়
ভালবাসা হবে যুক্ত।
হৃদয় নিয়ন্ত্রনের কঠিন সাধনা সংকল্প নিয়ে কবিতাটি পাঠভোগ্য হয়েছে। প্রীতি আর ভাললাগা রেখে গেলাম।
তাইতো করি দুখ বরণ,
তাই দেখে যাও দুখের পরে
সুখ ছুঁয়েছে এই চরণ।"
বাহ!
মন্তব্য করতে লগইন করুন