***তোমার প্রেম-আমার প্রেম***
লিখেছেন লিখেছেন egypt12 ২৪ মে, ২০১৪, ০৮:৫৮:৫৯ সকাল
তুমি ভেঙ্গে দিয়েছ স্বপ্ন আমার
ভাঙতে পারনি কল্পনা,
হৃদয়ে আজও এঁকে চলি তাই
তোমার নামের আল্পনা।
.
আল্পনা গুলো এতই সজীব
আজও মনে দেয় আশা!
সেই সে কখন দেখেছি স্বপন
বানাবো প্রেমের বাসা।
.
তবে...
প্রেমের বাসায় জং ধরেছে
তুমি অন্যের ঘরণী,
বাস্তবতা এতই কঠিন
মায়াহীন এই ধরণী।
.
তবু গেয়ে যাই ধরণীর বুকে
সত্য প্রেমের গান;
একদিন এই গান ভরাবে-
প্রেম পথিকের প্রাণ।
.
আমার প্রেমটা যুগ যুগ ধরে
কবিতায় রবে সজীব,
বিপরীতে তোমার প্রেমটা
মানবে সবাই আজীব।
.
২১.০৫.১৪
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদায় বেলায় কি আর দেব তোমায় উপহার
হৃদয়খানি দিলাম খুলে আমিতো ছারখার...
............।
অসাধারন হয়েছে আপনার কবিতা ।
মন্তব্য করতে লগইন করুন