***আশাভাঙা প্রেম***
লিখেছেন লিখেছেন egypt12 ১৪ মে, ২০১৪, ০৮:৪১:১৫ সকাল
তোমার জন্য আমি প্রিয়া
আমার জন্য তুমি,
মাঝ খানেতে ভালোবাসা
সবার চেয়ে দামী।
.
আমার জন্য তুমি মেয়ে
তোমার জন্য আমি,
আমাকে যে অনেক বেশি
ভালবাসবে তুমি।
.
ভালোবাসা ভালোবাসা
মনটা ঘিরে থাকে,
মনের মাঝে পেখম মেলে
ময়ুর প্রিয়া নাচে।
.
তোমার চোখে স্বপ্ন আঁকি
আমার চোখে তুমি,
তোমার জন্য প্রেমের মরা
জলে ভাসি আমি।
.
জলে ভেসে যখন আমি
সাগরের ঐ মাঝে,
তুমি তখন সাজলে বধু
অন্য মায়ার ভাজে।
.
ভালবাসি ভালবাসি
মিষ্টি তোমাকে,
আমার চোখের জলের সাথে
বৃষ্টি নেমেছে।
.
বৃষ্টিতে আজ ভিজেই আমি
ভুলি সকল দুঃখ,
বুঝি তোমার সুখের মাঝে
আমার সকল সুখ।
.
০৯ জুন ২০১২
বিষয়: সাহিত্য
১২০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালবাসা যেমন মজা তেমন সাজা
দূরে কেন রাখ,
ভালোবাসা পেতে হলে,
কাছে কাছে থাকো৷
মন্তব্য করতে লগইন করুন