***ভেঙ্গে যাওয়া স্বপ্ন***
লিখেছেন লিখেছেন egypt12 ১২ মে, ২০১৪, ১০:৩৪:১৩ সকাল
আমি লাখ লাখ টাকা ব্যবসা করি
খাই কোটি কোটি টাকা লস,
আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি-
হাজার লোকের বস।
.
জীবনে আমি অনেক সফল-
কেউ জানেনা! স্বপ্নে তাই,
ভাবনায় অর্থের পাহাড় গড়ি যে
বাস্তব খুবই করুন ভাই।
.
আমি হব দেশের কর্তা
স্বপ্নে নতুন সংযোজন,
কেউ পারেনা করতে চুরি
সততা করে আলিঙ্গন।
.
আমিই আবার হয়ে গেলাম
জাতি-সংঘের মহাসচিব,
সকল দেশের সম-অধিকার
প্রতিষ্ঠায় হই পথিকৃৎ।
.
দিন চলে যায় দিন আসে ভাই
স্বপ্ন দেখে যাই আমি,
হটাৎ আমি হিরো হলাম
হিরোইন বুড়ী মৌসুমি।
.
এই না দেখে বুকে কাঁপন
ঘুমটা ভেঙ্গে যায়,
সেই থেকে ভাই পাইনা স্বপন
শত চেষ্টায় হায়।
.
০৬ এপ্রিল ২০১২
বিষয়: সাহিত্য
১৩৫৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেউ জানেনা! স্বপ্নে তাই,
ভাবনায় অর্থের পাহাড় গড়ি যে
বাস্তব খুবই করুন ভাই।
Fantastic হয়েছে ভাই Fantastic
হালকা হাওয়ায় আছড়ে পড়ি,
তাও হয়না স্বপ্ন শেষ,
এক বস্তা স্বপ্ন নিয়ে,
এ দেশ হতে ও দেশ গিয়ে,
শেষে হলাম নিরুদ্দেশ৷
মন্তব্য করতে লগইন করুন