***ফাগুনের ভগ্ন স্বপন***
লিখেছেন লিখেছেন egypt12 ০৭ মে, ২০১৪, ১০:৩২:১৭ সকাল
এক ফাগুনে দেখেছি স্বপন
আরেতে ফেলেছ গুড়িয়ে,
বুঝিনি আমি কখন গেলাম
তোমার কাছে-তে ফুরিয়ে!!!
.
স্বপন দেখেছি মন দিয়েছি
নিয়েছি তোমার মন,
তোমার সাথে কত যে আছে
মায়াবী মায়ার ক্ষণ।
.
এতই দ্রুত ফুরিয়ে গেলাম
অবাক হলাম আমি!
অথচ তুমিই মানতে সুখে
আমাকে তোমার স্বামী।
.
আষাঢ়ের ভেজা কতনা বিকেল
ভিজেছি তোমার সাথে,
তোমাকে নিয়েই কবিতা লিখেছি
জোস্না মায়াবী রাতে।
.
রিক্সায় করে কতই ঘুরেছি
স্বপ্নের মায়া চেয়ে,
পুরোটা শহর চষেই ফিরেছি
সুরভী তোমাকে নিয়ে।
.
দীর্ঘ জীবনে সবটুকু পথ
একসাথে যাবো কথা ছিল,
অথচ তুমি শুরুর পথেই
সব করে দিলে এলোমেলো।
.
তোমায় নিয়ে স্বপন গড়েছি
দূর পাহাড়ের বুকে,
আমায় নিয়ে অনেক খুশি
দিন যে কাটত সুখে।
.
অথচ আজই ফুরিয়ে গেলাম
তোমার কাছেই হায়!?
এই কথাটি জানতে পেরেই
আমাতে আমি যে নাই।
.
চিঠি গুলো সব ফেলেছ পুড়িয়ে;
আমার অজান্তে,
অথচ আমায় তোমার সবই;
একদিন তুমি মানতে।
.
আমি তো এখন তোমার কাছে
দুরের অচিন যুবক,
হায়রে কপাল মায়ার প্রেমে
এমন কেন যে সবক।
.
আমি ভুলি নাই ভুলতে পারিনা
তোমার মায়ার মুখ,
তাইতো আজও প্রতি ক্ষণে ক্ষণে
পাচ্ছি কতই দুঃখ।
.
দায় কি শুধু আমারই ছিল-
তোমার কিছুই নেই?
সপ্নেই থাক এখনও তুমি
আমার হারানো সেই।
.
দিনে দিনে গেল কত'না বেলা
ভুলে থাকা তবু হলনা,
তোমার কথা কি মিথ্যেই ছিল
খবর কেন যে নিলেনা।
.
২০/০৬/২০১২
বিষয়: সাহিত্য
১১৭০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক গুচ্ছ সুখ নিয়া
ভিজেছি তোমার সাথে,
তোমাকে নিয়েই কবিতা লিখেছি
জোস্না মায়াবী রাতে।
ভাই কিছু মনে করবেন আমিও এই রকম বর্ষার বৃষ্টিতে বেজেছিলাম তার সাথে,
আপনার কবিতা পড়ে এখন মনে পড়ছে,
ধূর আপনার কবিতা গুলো নিষ্ঠুর,
খালি আগের কথা মনে পড়াইয়া দেয়, দুঃখ দেয়।
সুরভি হারিয়েছে ভালো হয়েছে।
বলেন কি মশাই?
চিন্তা করেন একটু ভাবেন
বলেছি সত্য কথাই।
ছ্যাঁকা খেয়েছে এজিপ্ট সাহেব
হেসেছে কাব্য বিধাতা
খুন্তির এমন গরম ছ্যাঁকা ই
কষ্টরূপে এখন কবিতা।
মিশরে যেটা শুরু হয়েছিল সেটাতে কি এখন জৈষ্ঠ্যের দাবদাহ চলতেছে ?
সিসি কেমন চালাচ্ছে ?
ব্রাদারহুডের কি স্ব্প্ন ভঙ্গ হয়েছে ? ওরা কি আপিল করবে ?
ইখওয়ান যুগের পর যুগ টিকে থাকার ইসলামী আদর্শ ধারন করে তাই এত সহজে ভেঙ্গে পড়ার নয় >-
মন্তব্য করতে লগইন করুন