***ফাগুনের ভগ্ন স্বপন***

লিখেছেন লিখেছেন egypt12 ০৭ মে, ২০১৪, ১০:৩২:১৭ সকাল



এক ফাগুনে দেখেছি স্বপন

আরেতে ফেলেছ গুড়িয়ে,

বুঝিনি আমি কখন গেলাম

তোমার কাছে-তে ফুরিয়ে!!!

.

স্বপন দেখেছি মন দিয়েছি

নিয়েছি তোমার মন,

তোমার সাথে কত যে আছে

মায়াবী মায়ার ক্ষণ।

.

এতই দ্রুত ফুরিয়ে গেলাম

অবাক হলাম আমি!

অথচ তুমিই মানতে সুখে

আমাকে তোমার স্বামী।

.

আষাঢ়ের ভেজা কতনা বিকেল

ভিজেছি তোমার সাথে,

তোমাকে নিয়েই কবিতা লিখেছি

জোস্না মায়াবী রাতে।

.

রিক্সায় করে কতই ঘুরেছি

স্বপ্নের মায়া চেয়ে,

পুরোটা শহর চষেই ফিরেছি

সুরভী তোমাকে নিয়ে।

.

দীর্ঘ জীবনে সবটুকু পথ

একসাথে যাবো কথা ছিল,

অথচ তুমি শুরুর পথেই

সব করে দিলে এলোমেলো।

.

তোমায় নিয়ে স্বপন গড়েছি

দূর পাহাড়ের বুকে,

আমায় নিয়ে অনেক খুশি

দিন যে কাটত সুখে।

.

অথচ আজই ফুরিয়ে গেলাম

তোমার কাছেই হায়!?

এই কথাটি জানতে পেরেই

আমাতে আমি যে নাই।

.

চিঠি গুলো সব ফেলেছ পুড়িয়ে;

আমার অজান্তে,

অথচ আমায় তোমার সবই;

একদিন তুমি মানতে।

.

আমি তো এখন তোমার কাছে

দুরের অচিন যুবক,

হায়রে কপাল মায়ার প্রেমে

এমন কেন যে সবক।

.

আমি ভুলি নাই ভুলতে পারিনা

তোমার মায়ার মুখ,

তাইতো আজও প্রতি ক্ষণে ক্ষণে

পাচ্ছি কতই দুঃখ।

.

দায় কি শুধু আমারই ছিল-

তোমার কিছুই নেই?

সপ্নেই থাক এখনও তুমি

আমার হারানো সেই।

.

দিনে দিনে গেল কত'না বেলা

ভুলে থাকা তবু হলনা,

তোমার কথা কি মিথ্যেই ছিল

খবর কেন যে নিলেনা।

.

২০/০৬/২০১২

বিষয়: সাহিত্য

১১৭০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218396
০৭ মে ২০১৪ সকাল ১০:৫৯
লোকমান লিখেছেন : ফিরে আসুক প্রিয়া
এক গুচ্ছ সুখ নিয়া
০৭ মে ২০১৪ সকাল ১১:৩২
166441
egypt12 লিখেছেন : এই ভাই আপনে এইসব কন কিয়া??? Tongue
218414
০৭ মে ২০১৪ সকাল ১১:৫৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আষাঢ়ের ভেজা কতনা বিকেল

ভিজেছি তোমার সাথে,

তোমাকে নিয়েই কবিতা লিখেছি

জোস্না মায়াবী রাতে।


ভাই কিছু মনে করবেন আমিও এই রকম বর্ষার বৃষ্টিতে বেজেছিলাম তার সাথে,
আপনার কবিতা পড়ে এখন মনে পড়ছে,
ধূর আপনার কবিতা গুলো নিষ্ঠুর,
খালি আগের কথা মনে পড়াইয়া দেয়, দুঃখ দেয়।
০৭ মে ২০১৪ দুপুর ১২:১০
166453
egypt12 লিখেছেন : দুনিয়াটাই নিষ্ঠুর আমাকে দোষ দিয়ে লাভ কি? Crying
218417
০৭ মে ২০১৪ দুপুর ১২:০১
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
০৭ মে ২০১৪ দুপুর ১২:১০
166454
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সন্ধ্যাতারা Love Struck
218448
০৭ মে ২০১৪ দুপুর ১২:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো বিরহ মার্কা লেখা। ভ‍াই মনে হয় খায়ছেন...অবশ্যই কবিরা কল্পনায়ও খেতে পারে। মানে ছ্যকা। লেখা দারুন হয়েছে।
০৭ মে ২০১৪ দুপুর ০১:০০
166467
egypt12 লিখেছেন : কল্পনার ছ্যাকা বাস্তবের চেয়ে কম ভোগায় না কারণ প্রতিটি মানুষের মনেই মাঝে মাঝে দুঃখ দুঃখ ভাব ভেসে উঠে Tongue
০৭ মে ২০১৪ দুপুর ০২:০৯
166504
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসলেই আমাদেরকে কল্পনায় খেতে হয়, বাস্তবে খাওয়া অন্তত আমার পক্ষে সম্ভব না। তাই আমার লেখা বেশির ভাগই কাল্পনিক। আপনারটা জানি না। আপনি বললে জানবো আর কি! হাহাহা
০৭ মে ২০১৪ দুপুর ০২:১৮
166512
egypt12 লিখেছেন : কবি কল্পনায় বিশ্ব সাজায় এজন্য দুজনের ব্যাপারেই একই অবস্থা Tongue
218478
০৭ মে ২০১৪ দুপুর ০১:৩১
পুস্পিতা লিখেছেন : একজন ভুলে গিয়েছে আরেকজনেরও ভুলে যাওয়া ভাল! কি দরকার এতসব মনে রাখার!
০৭ মে ২০১৪ দুপুর ০২:০৬
166498
egypt12 লিখেছেন : আপনার কথাটি সত্য...কিন্তু কবিরা বেশী মেধাবী হওয়ায় ভুলে যাওয়া কষ্ট হয়...কারণ মেমোরিতে থেকে যায় Tongue Tongue Tongue
218530
০৭ মে ২০১৪ দুপুর ০২:৩৯
ডাঃ নোমান লিখেছেন :
সুরভি হারিয়েছে ভালো হয়েছে।
বলেন কি মশাই?
চিন্তা করেন একটু ভাবেন
বলেছি সত্য কথাই।
ছ্যাঁকা খেয়েছে এজিপ্ট সাহেব
হেসেছে কাব্য বিধাতা
খুন্তির এমন গরম ছ্যাঁকা ই
কষ্টরূপে এখন কবিতা।

০৭ মে ২০১৪ দুপুর ০৩:১৪
166534
egypt12 লিখেছেন : আমার মনের মেঘে জমে থাকা কষ্ট গুলো কাব্য বৃষ্টি হয়ে ব্লগিয় আঙিনায় ঝরছে Love Struck Tongue Angel
218537
০৭ মে ২০১৪ দুপুর ০২:৫০
হতভাগা লিখেছেন : Arab Spring এর কি অবস্থা এখন ?

মিশরে যেটা শুরু হয়েছিল সেটাতে কি এখন জৈষ্ঠ্যের দাবদাহ চলতেছে ?

সিসি কেমন চালাচ্ছে ?

ব্রাদারহুডের কি স্ব্প্ন ভঙ্গ হয়েছে ? ওরা কি আপিল করবে ?
০৭ মে ২০১৪ দুপুর ০৩:১৭
166537
egypt12 লিখেছেন : ব্রাদারহুড এখনও সঠিক পথেই আছে...বিপ্লব আবার সঠিক বেগে শুরু হবে নতুন কৌশলে। আর নীরবতা মানে শুধু দুর্বলতা নয় নতুন ঝড়ের পূর্বাভাসও বটে; সে ঝড়টি কিভাবে আসবে এটাই অপেক্ষার বিষয় Rose Rose Rose
০৭ মে ২০১৪ দুপুর ০৩:৫০
166555
হতভাগা লিখেছেন : > ৬০০ জনের ফাঁসির অর্ডার হয়ে গেছে !
০৮ মে ২০১৪ সকাল ০৮:৩১
166790
egypt12 লিখেছেন : যেখানে সরাসরি গুলি চালিয়ে ৯০০০-১০০০০ নেতাকর্মী মারা হল সেখানে ৬০০ ফাঁসি কি বেশী হল?

ইখওয়ান যুগের পর যুগ টিকে থাকার ইসলামী আদর্শ ধারন করে তাই এত সহজে ভেঙ্গে পড়ার নয় Happy>-
০৮ মে ২০১৪ সকাল ০৮:৪৪
166797
হতভাগা লিখেছেন : ফিলিস্তিন , ইখওয়ান , জামায়াত - যেন একই নিয়তি । টিকে থাকে , তবে এটাকে বেঁচে থাকা বলে না ।
১০ মে ২০১৪ সকাল ০৯:৪৮
167456
egypt12 লিখেছেন : আল্লাহ মুমিনদের পরীক্ষা না করে বেহেস্তে নেবেন না আর এই ৫০-৭০ বছর এসব তো আল্লাহর কাছে কোন সময়ই না...মন্দ কি কিছু মানুষ বেহেস্তে যাওয়ার সুযোগ পাচ্ছে ;Winking Happy
218619
০৭ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি বলি????
০৮ মে ২০১৪ সকাল ০৮:৩১
166791
egypt12 লিখেছেন : কিছু বলেন প্লিজ Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File