***নতুন পণ***
লিখেছেন লিখেছেন egypt12 ০১ মে, ২০১৪, ১০:৫১:০৭ রাত
ওর হয়েছে বাচ্চা কাচ্চা
তাইতো আছে আচ্ছা,
মনে আমার একটি কষ্ট
বাসেনি তো সাচ্ছা।
.
সাচ্ছা ভালোবেসে তোমায়
ক্যারিয়ার যায় গচ্ছা,
তেমনি করে নাচতাম আমি
যেমনি তোমার ইচ্ছা।
.
ইচ্ছে পূরণ হলো তোমার-
দুঃখের ক্ষরণ আমার,
হৃদয় আমার মাংসে গড়া
তোমার হৃদয় তামার।
.
তাইতো তাতে আঁচ লাগেনা
আমায় দিলে ছ্যাঁকা,
বোকা আমার অচেতনে
তোমায় পুষে রাখা।
.
পুষব এবার কাঠবিড়ালী
পুষব এবার ব্যাঙ,
হৃদয়টাকে করবো হিলিং-
মুছবো তোমার জঙ।
.
জীবনটাকে গড়ব এখন
করবো ক্যারিয়ার,
এখন আমি স্বাধীন বান্দা
নেইতো ব্যারিয়ার।
.
ক্যারিয়ারে পাগল হবে
কত রুমি-সুমী,
তখন তোমার ঈর্ষা হবে
মানবে আমায় দামী।
.
রুমির সাথে প্রেম করিবো
সুমীর সাথেও তাই,
জানবে তখন এই বুকেতে
তোমার কিছুই নাই।
.
০১.০৫.১৪
বিষয়: সাহিত্য
১৩৫২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিবেন আনা আনা৷
আপন সখীর বেলায় শুধু
নিবেন কানের সোনা!
মন্তব্য করতে লগইন করুন