***স্মৃতিপটে আমার গ্রাম***

লিখেছেন লিখেছেন egypt12 ৩০ এপ্রিল, ২০১৪, ১১:৩১:৩৯ রাত



কতদিন...

শিশিরের কণা ভরা

ঘাসগুলো মাড়াতে পারিনি,

ফসলের মাঠে শেষ বিকেলের

রোদ জড়াতে পারিনি।

.

আজ স্মৃতিপটে ভেসে উঠে

প্রিয় গ্রাম ডোমখালি,

দেহ-মনে আজও লাগে-

গ্রামের ঐ ধুলোবালি।

.

ব্যস্ততা কিংবা শহরের কোলাহল-

শুকাতে পারেনা এই নোনাজল,

ঐ সবুজ গ্রামের ঐ মেঠোপথ

স্মৃতিতে ভাসে অবিরল।

.

আমি নির্বাসনে পড়ে

আছি শহরের ভিড়ে,

মন তবু পড়ে থাকে

ছায়াঘেরা নীড়ে।

.

আমার নীড়টা বড়ই আপন

বাবা দাদার ভিটে,

তাই তো সেটা ভোলা যায়না

ভাসে আঁখিপটে।

.

মনে পড়ে বরষা-ঝড়ে

আম কুড়ানোর ক্ষণ,

মনেপড়ে পুকুর ঘেরা

পাটিপাতার বন।

.

গ্রামটা আমার কতই কাছে

তবু যাওয়া যায়না,

এটাই দুঃখ কাঁদছে পরান

মন তো ব্যাথা সয়না।

.

এই ব্যাথাতেই লুকিয়ে আছে

কঠিন ভালোবাসা,

এই মায়াটাই ভাঙতে পারে

নিন্দুকের ঐ পাশা।

.

পাশা ভেঙ্গে আবার যাবো

আমার সোনার গাঁয়ে,

আবার লাগবে শিশির-ধুলো

এই ছেলেটার পাঁয়ে।

.

৩০.০৪.১৪

বিষয়: সাহিত্য

১০৩২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215654
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৩
শিশির ভেজা ভোর লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... লিখতে থাকুন
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৫
163918
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Love Struck
215665
০১ মে ২০১৪ রাত ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হঠাৎ নষ্টালজিক!
০১ মে ২০১৪ সকাল ০৮:২২
163994
egypt12 লিখেছেন : দেখা হলে বলব
215679
০১ মে ২০১৪ রাত ১২:৪৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ মে ২০১৪ সকাল ০৮:২৩
163995
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Love Struck
215682
০১ মে ২০১৪ রাত ০১:০৫
বৃত্তের বাইরে লিখেছেন : গ্রামের কথা শুনলে কত কিছু যে মনে পড়ে! ভাল লাগলো আপনার গ্রাম Good Luck Rose Star
০১ মে ২০১৪ সকাল ০৮:২৩
163996
egypt12 লিখেছেন : আসলে নিজের জন্ম ভূমির তুলনা হয়না
215736
০১ মে ২০১৪ সকাল ০৫:০০
শেখের পোলা লিখেছেন : যত দূরেই থাকি,
মন চোখে দেখি,
গ্রামখানি মোর৷
কূপী জ্বলা আলো,
রাত ঘন কালেো,
কাক ডাকা ভোর৷
শাপলার বিল,
জলেভরা ঝিল,
গরু টানা গাড়ি৷
ডাংগুলি খেলা,
কলাগেছে ভেলা,
বিলে ধরা পাড়ি৷
মনে পড়ে যায়,
কোথা গেল হায়,
সেদিনের দিন গুলি৷
আজই পরবাসে,
চোখে জল আসে,
চুপি চুপি তাই বলি৷
০১ মে ২০১৪ সকাল ০৮:২৪
163997
egypt12 লিখেছেন : আপনি পরবাসে থেকে যেমন আমি দেশেও তেমন :(
215746
০১ মে ২০১৪ সকাল ০৫:৪৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
০১ মে ২০১৪ সকাল ০৮:২৪
163998
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই Love Struck
215747
০১ মে ২০১৪ সকাল ০৬:৪১
নিমু মাহবুব লিখেছেন : লেখাটি ভালো লেগেছে। এই রকম আরো পাবো আশা রাখি। Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০১ মে ২০১৪ সকাল ০৮:২৫
163999
egypt12 লিখেছেন : আপনাদের দোয়া ও শুভকামনা থাকলে অবশ্যই পারবো Love Struck
215786
০১ মে ২০১৪ সকাল ০৯:৩০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose সুন্দর হয়েছে আরও বেশি বেশি লিখুন। Rose Rose Good Luck Good Luck Rose Rose আচ্ছা জায়গাটা কোন জেলায়? Thinking
০১ মে ২০১৪ সকাল ০৯:৫০
164053
egypt12 লিখেছেন : চট্টগ্রাম জেলায় Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File