স্বপ্ন পরী
লিখেছেন লিখেছেন egypt12 ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:৫৭:০৮ সকাল
স্বপ্ন রাজার আমন্ত্রনে
স্বপন পুরে যাই,
সেথায় গিয়ে স্বপ্নে দেখা
পরীর দেখা পাই।
.
স্বপ্ন পরী আমায় বলে
আমায় খুবি চায়,
তাইতো সে-যে স্বপ্নে আসে
আমার শীতল ছায়।
.
স্বপ্ন পরীর ডানায় করে
স্বপন পুরে ভ্রমন,
স্বপ্ন পরী আমার হবে
স্বপ্ন রাজার সমন।
.
শুনে আমি আত্মহারা
পরীর মুখে হাসি,
পরী তোরে ছাড়বোনা আর
তোরেই ভালোবাসি।
.
স্বপ্ন রাজার পাইক পেয়াদা
দিচ্ছে খুবই মান,
আমায় পেয়ে স্ব-পনো রাজা
খুশীতে আটখান।
.
হটাৎ শুনি স্বপ্ন পরী
স্বপ্ন রাজার মেয়ে,
স্বপ্ন রাজা অনেক খুশি
মোদের হবে বিয়ে।
.
স্বপ্ন পরী আমায় নিয়ে
মায়ার মন্ত্র ফুঁকে,
মন্ত্রে মুগ্ধ আমার কাছে
পরীর মায়া বুকে।
.
স্বপ্ন পরীর বাসর সাজে
আমি হলাম বর,
এমন সময় কে ডেকে যায়
শরীর থরো-থর।
.
আম্মু ডাকে ঘুম থেকে উঠ
অনেক হলো ঘুম,
স্বপ্নে থাকা স্বপ্ন পরী
তোর কপালেই চুম।
.
০২/০৭/২০১২
বিষয়: সাহিত্য
২০০০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাকে নিয়ে স্বপ্ন থাকে
পরী যেন হাতছানিতে
স্বপকুমার তোমায় ডাকে।
অনেক হলো ঘুম"....... ইশ্ কেন যে ঘুমটা ভেঙ্গে দিল!!! ) )
আসলে আপনার কবিতায় ভালবাসার স্থান বেশি পায় তাই আপনার কবিতা আমি হাতছাড়া করিনা,
এবং মন্তব্য করতে বাধ্য হই
চমত্কার হয়েছে আপনার কবিতা
স্রুপাররররররররররর......।
পরি বাদ দিয়া কাজে মন দেন। পকেটে পয়সা থাকলে পরি আপনিই উইরা আইব।
মন্তব্য করতে লগইন করুন