***চাপা স্বপ্নের চাপা আশা*** (রানা প্লাজার হতভাগ্যদের স্মরণে)
লিখেছেন লিখেছেন egypt12 ২৪ এপ্রিল, ২০১৪, ০৮:৩৬:৫৪ সকাল
চাপা পড়া স্বপ্নের পরে
মায়ের বোবা কান্না,
নিথর লাশটি চাইছি শুধু
চাইনা হিরে পান্না।
.
রানা প্লাজার নিচে শুয়ে
বাবার স্বপ্ন মানিক,
এই যে চাওয়া জীবিত নয়
দেখবো মৃত ক্ষণিক।
.
সেই চাওয়াটাই গুমরে কাঁদে
অতৃপ্ত বেদনায়,
জীবন প্রদীপ যাচ্ছে নিভে
বিধবার চেতনায়।
.
কেউবা কাঁদে বউ হারিয়ে
ছিল চোখের তারা,
সাজানো সব সপ্ন গুলো
ভাঙল হঠাৎ কারা!?
.
ভাই হারিয়ে বোন হারিয়ে
হৃদয় ভাঙ্গে শোকে,
এই বেদনা বয়ে নিয়েই
বাঁচবে ধুঁকে ধুঁকে।
.
বেদনায় নীল মনে ভাসে
আদর মাখা স্মৃতি,
সেই স্মৃতিটা হারিয়ে এল
রক্তে ভরা ইতি।
.
ব্যথিত মন তাইতো এখন
বজ্র কণ্ঠে সোচ্চার,
ফাঁসি চাইছি দিতেই হবে
ক্ষমতা লোভী কুত্তার।
.
যার জন্য হারাই আমি
বুক ভরা সব আশা,
তার জন্য সকল ঘৃণা
এটাই শোকের ভাষা।
.
স্বজন আমার থাক ঘুমিয়ে
পরকালের স্রোতে,
পাষাণ দোষীর চাইছি বিচার
চড়ুক ফাঁসির রথে।
.
২৯/০৪/১৩
.
(পরিশেষে রানা প্লাজায় আহতদের জন্য নায্য সাহায্য নিশ্চিতের আহবান জানাচ্ছি আর নিহতদের জন্য আল্লাহর দরবারে মাগফেরাতের আবেদন জানাচ্ছি)
বিষয়: সাহিত্য
১০১৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরকালের স্রোতে,
পাষাণ দোষীর চাইছি বিচার
চড়ুক ফাঁসির রথে।
.
২৯/০৪/১৩ ''
২৯ তারিখের কবিতা আজকে ২৪ তারিখে পোস্ট !
চুলায় থাকা অবস্থাতেই সবার আগে টুমরো ব্লগের ব্লগারদের চেখে দেখার জন্য এই কবিতা দিয়েছেন !!
ভাই ,টুমরোর একজন ডাই-হার্ড ব্লগার আপনি ।
রানা প্লাজাসহ আরও যারা একই রকমের ভিক্টিম আছে তাদের সবাইকে রেশমার মত চাকরি দিলে তারা কোন মতে রেশমার মত খেয়ে পড়ে চলতে পারবে ।
দেশের সকল থ্রিস্টার , ফাইভ স্টার হোটেল মালিকদের এ ব্যাপারে ওয়েস্টিনের মত এগিয়ে আসতে হবে । ওয়েস্টিনকেও এ ব্যাপারে পথিকৃতের ভূমিকা পালন করতে হবে ।
Thanks to both of you.
ব্যথিত মন তাইতো এখন
বজ্র কণ্ঠে সোচ্চার,
ফাঁসি চাইছি দিতেই হবে
ক্ষমতা লোভী কুত্তার।
***
ক্ষমতা লোভী কুত্তার।
আমিও তা চাইছি ।
এক বাটনের চাপেতে,
হোতা যারা ডুবলো তারা,
গলা সমান পাপেতে৷
স্বজন হারা আর্ত ওঠে'
আকাশ বাতাস ভেদ করে,
কার পাপেতে হারিয়ে গেল,
সব বন্ধন ছেদ করে?
ধৈর্য দিও, শান্তি দিও,
স্বজন হারা অন্তরে,
আর কাউকে পিষনা আর,
এমন কঠিন যন্তরে৷
-আমিন৷
মন্তব্য করতে লগইন করুন