***চাণক্য প্রেম***
লিখেছেন লিখেছেন egypt12 ১৮ মার্চ, ২০১৪, ০৬:১৯:২৫ সন্ধ্যা
মেয়েটি আমার হৃদয়ের রাজধানী হলেও
আমি থাকি তার সীমান্তে,
তাইতো এ'মন' প্রতিনিয়তই ক্রসফায়ারে
ব্যাথা পায় সবার অজান্তে।
.
তার জন্য আমার সকল দরজা
খোলা থাকে,
কিন্তু সে আমারে কটু কথার
তারে ঠেকিয়ে রাখে।
.
সে আমার চোখে সংশোধিত
আর ভুলহীন পরিমার্জিত,
আর আমি তার চোখে অধ:পতিত-
তাই নিয়ত নির্যাতিত।
.
তবু যে আমার হয়না কোন শেম;
তাই তো এগোয় কুটিল প্রেমের গেম।
.
আমি তার প্রেমে বাঁধভাঙ্গা দিশেহারা,
সে আমায় মাপে অর্থ ও বিত্ত দ্বারা।
.
আহরে প্রিয়া আমার-আহরে তাহার ব্লেম,
এভাবেই তো চালাচ্ছে সে চাণক্য ঐ প্রেম।
বিষয়: সাহিত্য
১১৭৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ দেখি দারুন,
উপরে উপরে যা চায় হোক,
ভিতরে না হয় করুণ৷
নাইলে ক্রসফায়ার আসে কিভাবে??????
মন্তব্য করতে লগইন করুন