"" বিপ্লব আমার নাম ""
লিখেছেন লিখেছেন egypt12 ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:০৪:১২ বিকাল
আমি আসিয়াছি হেথা-
আসিবো আবার
ভাঙিবো কারার দ্বার,
আমি আসিবো বারংবার।
.
মোর একহাতে থাকে আলোর মশাল
আরেতে ধ্বংস বন্যা,
আমি মহা-বিপ্লব মহা-সম্রাট
এনেছি আগুন কিন্যা।
.
আমি মরুভূমি মাঝে সাইমুম ঝড়
বাংলা পূরবী হাওয়া,
আমি বাড়ে বাড়ে ভাঙি ঘসেটির ঘর
আমি পাগলার ছোঁয়া।
.
আমি তীক্ষ্ণ হাতেরই দাবার
গুটি রাজার জন্য চেক,
আমি মিসকিন হয়ে রাজারে ধ্বসেছি
একবার চেয়ে দেখ।
.
আমি ছাড়িনারে ভাই কাউকে কখন
সিডরের মহা ত্রাস,
আমি ভারত মাতার কান ছিঁড়ে করি
বিজয়েরই উল্লাস।
.
আমি জেলে তো গিয়েছি বার বার ভাই
গুড়িয়ে ফিরেছি আবার,
আমি ধ্বংসের মাঝে স্বপন গড়েছি
তাইতো প্রিয় সবার।
.
আমি মহা প্রলয়েও বিচলিত নই
স্মরেছি খোদার নাম,
আমি ছিনিয়া আনিবো স্বপ্নেরই ফল
রক্ত নদীর দাম।
.
আমি ঘৃণে যাই যত মিথ্যুক নেতা
বিশ্ব ভরিয়া নাচে,
আমি দলে যাই যত নেতার ভীরুতা
আপনার সুখে হাসে।
.
আমি নয়া জামানার মহা-বিপ্লবী
হায়েনার মহা ত্রাস,
আমার ভয়েতে কাঁপুনি ধরিলে
সিংহও খায় ঘাস।
.
আমি মানি নাতো ঐ নতুন প্রভু
ইঙ্গ-ভারতী জোট,
আমি তাদের বুকের ধ্বংসের ভয়
ব্যাথার তীব্র চোট।
.
আমি নয়া জামানার নয়া হিটলার
ইহুদীর বুকে মৃত্যুভয়,
গুয়ান্তানামোর কারাগার ধ্বসে
মৃত্যু ভীতিকে করেছি জয়।
.
আমি ফিলিস্তিনেরই মহাকান্নার
হামাস নামের মলম,
সাথে বু-আজিজির গায়ের আগুনে
স্বৈরাচারের জ্বলন।
.
আমি লাদেন নামের ইঙ্গ অস্র
রুশ বিরোধী যুদ্ধ,
আমি যুদ্ধের পরে শত্রু হয়েই
ইঙ্গের প্রতি ক্ষুব্ধ।
.
আমি সাহারার ঐ তপ্ত মরুতে
চিকচিক মরিচিকা,
আমি চোরাবালি হয়ে গর্তে ফেলেছি-
শত্রুকে দেই ধোঁকা,
.
আমি ফাঁসির কাষ্ঠে নির্ভয় থাকা
নির্লোভ মহাবীর,
আমি হামজা-খালিদ-তারিক-মুসার
নারায়ে তাকবির।
.
আমি বিরোধ ভুলেছি এক কিতাবির
সীসাঢালা প্রতিরোধ,
আমি শতাব্দী হয়ে শতাব্দী হওয়া
দলনের প্রতিশোধ।
.
আমি রুক্ষ মরুর মাঝখানেতে
আশার অল্প পানি,
তাই মহা-সত্যের মহা-সাইক্লোন
অসহায় বুকে আনি।
.
আমি সব হারা ঐ রাখালের বুকে
এনেছি আলোর দিশা,
আমি মহা বেকারের দিন ফেরানোর
একটা শ্রমিক ভিসা।
.
আমি সবি হারা ঐ বিধবার বুকে
সন্তান হারা মাতম,
আমি পরাশক্তির শক্ত বুকেতে
শেল মেরে করি খতম।
.
আমি সূর্যেরই মাঝে করে চলি যত
বৃহৎ বিস্ফোরণ,
আমি অগ্নিগিরির মরম বেদনা-
দ্রোহ লাভারই উদগীরন।
.
আমি ভয় পাই নাই বিষের পেয়ালা
তৃপ্তিতে করি পান,
আমি হাজার মাসের অনশনে বসে
ধরি সাম্যের গান।
.
আমি উচ্ছাস নিয়ে ব্রাহ্মণ দলি-
দলিতের আমি প্রান,
আমি মহা ঝঞ্ঝায় ত্রাস সঞ্চারি-
বিলাই আবার ত্রাণ।
.
আমি স্রংঙ্খল ভেঙ্গে তৈরি করেছি
আমার নিজের আইন,
আমি প্রতি নিয়তই বয়ে চলি বুকে
ক্রোধের আজব মাইন।
.
আমি মহাসাগরেই ক্রোধের সাথে
সুনামি তুলেছি কত,
আমি খেয়ালের বসে কতই করেছি
সাগরের বুকে ক্ষত।
.
আমি ছায়া-পথেরই নিয়ম ভেঙেছি
জ্বেলেছি আবার আলো,
আমি ক্ষরা তাপ দিয়ে আগুন দিয়েছি
ঢেলেছি আবার জল-ও।
.
আমি রক্ত নদীর পাষাণ বুকে
ধরেছি প্রেমের গান,
আমি অন্যায় রোধী মন্ত্র ফুঁকা
খোদার বিশেষ দান।
.
আমি পুনঃ পুনঃ আসি রুধিতে মিথ্যা
বিপ্লব আমার নাম,
আমা দ্বারা দেখো প্রাপ্ত সবই
রক্ত সাগর দাম।
.
২৫/০৫/২০১২
বিষয়: সাহিত্য
১৪৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিপ্লব আমার নাম,
আমা দ্বারা দেখো প্রাপ্ত সবই
রক্ত সাগর দাম।
কবিতাটা পড়ে তো রক্ত গরম হয়ে গেলো।
বাস্তবে এসো দেখি৷
ধূলায় মিশাও অনিয়ম যত,
যা কিছু রয়েছে মেকি৷
ফাটক ভেঙ্গে বার কর দেখি,
নির্দোষ যা আছে তাতে৷
হাত কড়া দাও ঐ দুটি হাতে
হান্টার রয়েছে যাতে৷
মন্তব্য করতে লগইন করুন