***ঐক্যের ডাক***
লিখেছেন লিখেছেন egypt12 ০১ ডিসেম্বর, ২০১৩, ০২:৪৬:০৮ রাত
মিথ্যা না হলে সত্য কি দামী?
তাই যে মিথ্যা দরকার,
চিরকাল সে তো ঘৃণিত থাকে
হোক না জগত সরকার।
.
তাই আজও চলে বিশ্বের
বুকে মিথ্যার চর্চা,
সত্য বাদীরা আজও যে
গড়েনি ঐক্যের মোরচা।
.
ঐক্যহীনতা আজও যে দিচ্ছে
পদে পদে অপমান,
সত্যের পথে একা একা চলে
নির্মম বলিদান।
.
অথচ দেখনা শয়তানী মন
কতনা দারুন সুখে,
ভায়েতে ভায়েতে বিভেদ বুনেছে
মিলতে দেয়নি বুকে।
.
চল আজ শুধু বুনবো আমরা
ঐক্যের দড়ি জাল,
তুই চুমু দিবি আমার মুখেতে
আমি টেনে দেব গাল।
.
সব মুসলিম ভুলে ভেদাভেদ
যখনি একক রবে,
দেখবে তখন আসবে বিজয়
সুবহে সাদিক হবে।
.
চেয়ে দেখ ওরে ভাই ভাই মোরা
অল্পই ভেদাভেদ,
আয় সবে মিলে এক ভিত গড়ি
ঝেড়ে ফেলে সব জেদ।
.
০১/১২/২০১৩
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন