***ঈদের কাব্য***
লিখেছেন লিখেছেন egypt12 ১৬ অক্টোবর, ২০১৩, ১২:৫০:১০ রাত
ঈদুল আযহা ত্যাগেরই
মহিমাতে ভাস্বর,
জাতির পিতার ত্যাগ যে রবে
এভাবেই নশ্বর।
.
হাম্বা হাম্বা আওয়াজে আজ
ডাকছে গরু,
ত্যাগের লালে সিক্ত যে আজ
সবুজ মরু।
.
শত কোটি মুসলিম
আজ আনন্দিত,
অর্থ বিত্তের ব্যবধান
যে ভুলণ্ঠিত।
.
এটাই হল সাম্য আর
ঐক্যের ঈদ,
যে খুশিতে আজ আসেনা
সবার নিদ।
.
ঈদের মায়ায় মনটা আমার
পাগল পারা,
সবাই জেনো ঈদ মোবারক
কাব্য দ্বারা।
বিষয়: সাহিত্য
১৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন