***স্বপ্ন ও বাস্তবতা***
লিখেছেন লিখেছেন egypt12 ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৭:৫৫ সকাল
স্বপ্নের সাথে বাস্তবতার ফারাকে,
কষ্ট গুলো থাকতে চায়না ব্যারাকে।
জীবন হলো টক লেবুর ঐ ডাল,
আজকে হৃদয় কৃষ্ণচুড়ায় লাল।
বেসেছিলাম ভালো তোমায়
অনেক কচি বয়সে,
আমার হৃদয় পুড়ে থাকো আয়েসে।
দেয়া কথা ভুলে গেছ জানা আছে,
একটু করে খোঁজ নিতে
কি মানা আছে???
তোমার স্মৃতির ভালবাসার আবেশে,
আজো উড়ি নীলাভ মেঝের আকাশে।
বাস্তবতা চটকনা দেয় বামগালে,
রেগে বলে তুমি আছ কোন তালে!?
ফিরে এলাম শ্রাবণ মেঘের দিনে,
কষ্ট ভুলে ফুরফুরে এই মনে।
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন