আমি-তুমি-বৃষ্টি

লিখেছেন লিখেছেন egypt12 ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৪৮:১২ দুপুর



হিমেল বাতাস সাথে

বৃষ্টির ঝিরিঝিরি ছন্দ,

তোমার হাতটি ধরে

হাঁটতে যে লাগছেনা মন্দ।

.

একটি ছাতার নিচে

একসাথে দুজনে,

হাঁটছি সবুজ পথে

ফুরফুরে এ মনে।

.

চোখে চোখে চোখ রেখে

হেঁটে চলি আমরা,

তুমি সখি বুনো ফুল

আমি জেনো ভ্রোমরা।

.

ভালবাসা কমে নাতো

যায় শুধু বেড়ে,

বৃষ্টির এ ছন্দ

এই ভীত গড়ে।

.

হটাৎ বিজলী এসে

চমকালো তোমাকে,

পরম এক বিশ্বাসে

জড়ালে যে আমাকে।

.

দুজনার এ বিশ্বাস

বেঁচে রবে চিরকাল,

বিশ্বাসে গড়ে নেবো

প্রেমময় মহাকাল।

.

বেঁচে থাক ভালবাসা

টিকে থাক বৃষ্টি,

সিক্ত নয়নে দেখি,

অপরূপ সৃষ্টি।

বিষয়: বিবিধ

২১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File