***কবির বিরহ জ্বালা***
লিখেছেন লিখেছেন egypt12 ৩০ আগস্ট, ২০১৩, ০১:০৩:২৬ রাত

আজ তোমার চোখ জুড়ে
খুশির অশ্রু টলমল,
আর আমার চোখ জুড়ে
বেদনার অথই জল।
আজ তোমার হাত দুটো
মেহেদির রঙে আঁকা,
আর আমার বুকে যত
কষ্ট নিয়ে থাকা।
আজ তোমার শরীর জুড়ে
ঝলমলে শাড়ীর তেজ,
আর আমার হৃদয় জুড়ে
ব্যর্থতার লাজ।
গুটি গুটি এসে পড়ে
তোমার বাসর ক্ষণ,
পুড়ে পুড়ে খাক হয়ে যায়
অভাগা এ মন।
তবু তো কষ্ট ভুলে
বেঁচে রই এ আমি,
বাস্তবতা অনেক কঠিন
আমার নও তুমি।
বিষয়: সাহিত্য
১৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন