***ঐক্যের ডাক***

লিখেছেন লিখেছেন egypt12 ২৮ আগস্ট, ২০১৩, ০৩:৫৬:০১ দুপুর



সিরিয়াতে আজ রক্ত বন্যা

মিশরেতে চলে মাতম,

আয়নারে তোরা হানাহানি করে

নিজেরাই হবি খতম।

তুই সুন্নি মরবি তাই-

আমি শিয়া মরে যাই;

এভাবে কে বেহেস্ত পায়!

অবুঝ এ-মন জানতে চায়?

শিয়া-সুন্নি যেটাই তুমি-

কমন শত্রু ইহুদি,

এক কালেমার শক্তিতে আজ

বাড়ুক বুকের পরিধি।

গনতন্ত্রে উষ্ঠা মারো

খেলাফত কায়েম করো,

তুলি এ আওয়াজ

আর মিলিত কুচকাওয়াজ।

ভায়ের কান্না ভাই থামাবো

মেলাবো যে বুক,

সীসা ঢালা ঐক্যে হবে

তোমার আমার সুখ।

দজলা কাঁদে ফোরাত কাঁদে

আরও কাঁদে নীল নদ,

ভায়ের কান্না ভাই থামাবে

করবে শত্রু বধ।

ঐক্যে আসবে বিজয় মোদের

অনৈক্যে মৃত্যু,

এসো ভাঙি সবাই মিলে

ভুলেরি বৃত্ত।

বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File