***চাই হেদায়াত***
লিখেছেন লিখেছেন egypt12 ১৬ জুলাই, ২০১৩, ০২:৫০:১৫ রাত
প্রানের বাঁধনে বেঁধেছি তোমাকে
দড়ির বাঁধনে নয়,
হৃদয় দিয়ে যে সখ্য গড়েছি
মহান করুনাময়।
মন থেকে তাই চাইছি আমি
তোমারই হেদায়াত,
হাসরের ওই ময়দানে যেন
পেয়ে যাই শাফায়াত।
চলেই ফিরছি ভুল পথে আজো
আলোর নিশান নাই,
তাইতো আজো অন্ধকারেই
মুক্তি হাতড়ে যাই।
মুক্তি এখনো মেলে নাই প্রভু
পাপে ডুবে এই প্রান,
তুমি মহান বলেই আমার আজো
আছে গর্দান।
মহান প্রভু তোমার কাছে
একটু দয়া চাই,
যাবার আগে সঠিক পথের
ধুলো যেন পাই।
ওই ধুলোরই তায়াম্মুমে
মুছে নেব সব পাপ,
রবের কাছে এটাই আমার
জিন্দেগানীর খাব।
ওহে মোর রব আমার দোয়া
করুন না মঞ্জুর,
পাপের খাচার ভাঙবোই আজ
ভাঙবোই পিঞ্জর।
বিষয়: সাহিত্য
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন