***কিউর হবার মই খুঁজি***
লিখেছেন লিখেছেন egypt12 ১০ জুন, ২০১৩, ১০:২১:৩৯ রাত
তোমাদের ঘরে কোন-
মা বোন নেই?
এই বলে কান ধরে-
চটকনা দেই।
মেয়েদের পেছনেতে,
ঘুরছ বেলাজ।
সাথে কারো ঘরবাড়ী,
করছ তালাশ।
এই হল বদমাশ-
বেহায়ার কাজ।
নষ্ট সময়ে পড়ে,
কপালের ভাজ।
ভালো দিন আসবে,
তাই বসে রই।
আজো কতো দূরে-
হায় স্বপ্নের মই।
মই বেয়ে উঠবোই,
সুদিনের ছাদে।
স্বপ্নেরি ঘোরে তাই,
এই মন কাঁদে।
মন-রে তবুও বলি,
আশা-রি কথা।
থেকে থেকে বেড়ে যায়,
বুকের ব্যাথা।
সেই ব্যাথা কমবে না,
কিউর হবে।
যেইদিনে সব কিছু-
পিউর হবে।
৩০/০৮/২০১২
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন