তোমার জন্য

লিখেছেন লিখেছেন হাসান বিন নজরুল ০১ জুন, ২০১৩, ০৯:০৫:১২ রাত



তোমার জন্য হৃদয় ভরে- ভালবাসা নিলাম পুরে;

তবু তুমি যাচ্ছ সরে, এটা কি ফেয়ার???

আর থেকোনা দূরে দূরে চাইছি তো কেয়ার।

তোমার জন্য যতন করে নীল ছাদের উপরে,

ভালোবাসার ঘর বেঁধেছি মনের মতন করে।

প্রেমে কোন খাঁদ ছিলোনা শ্বেত-শুভ্র-সাদা,

সারা গায়ে মাখা ছিল ভালোবাসার কাদা।

তোমার জন্য সন্ধ্যা তারা আলো ভরা চাঁদ,

সরল মনের ভালোবাসা নয়তো কোন ফাঁদ।

ফিরে এসো ফিরে এসো আমার পরান পাখি,

পাথর চাপা কষ্ট নিয়ে বারে বারে ডাকি।

ডাক শুনেও চুপ রয়েছ হৃদয়ে বয় খুন,

সেই ব্যথাটা বয়ে চলি জুলাই থেকে জুন।

২৬/০৫/২০১৩

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File