চাপা স্বপ্নের চাপা আশা
লিখেছেন লিখেছেন হাসান বিন নজরুল ৩০ এপ্রিল, ২০১৩, ০৬:৫৯:৩৫ সন্ধ্যা
চাপা পড়া স্বপ্নের পরে
মায়ের বোবা কান্না,
নিথর লাশটি চাইছি শুধু
চাইনা হিরে পান্না।
রানা প্লাজার নিচে শুয়ে
বাবার সপ্ন মানিক,
এই যে চাওয়া জীবিত নয়
দেখবো মৃত ক্ষণিক।
সেই চাওয়াটাই গুমরে কাঁদে
অতৃপ্ত বেদনায়,
জীবন প্রদীপ যাচ্ছে নিভে
বিধবার চেতনায়।
কেউবা কাঁদে বউ হারিয়ে
ছিল চোখের তারা,
সাজানো সব সপ্ন গুলো
ভাঙল হঠাৎ কারা!?
ভাই হারিয়ে বোন হারিয়ে
হৃদয় ভাঙ্গে শোকে,
এই বেদনা বয়ে নিয়েই
বাঁচবে ধুঁকে ধুঁকে।
বেদনায় নীল মনে ভাসে
আদর মাখা স্মৃতি,
সেই স্মৃতিটা হারিয়ে এল
রক্তে ভরা ইতি।
ব্যথিত মন তাইতো এখন
বজ্র কণ্ঠে সোচ্চার,
ফাঁসি চাইছি দিতেই হবে
ক্ষমতা লোভী কুত্তার।
যার জন্য হারাই আমি
বুক ভরা সব আশা,
তার জন্য সকল ঘৃণা
এটাই শোকের ভাষা।
স্বজন আমার থাক ঘুমিয়ে
পরকালের স্রোতে,
পাষাণ দোষীর চাইছি বিচার
চড়ুক ফাঁসির রথে।
২৯/০৪/১৩
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন