রক্তের আচল!

লিখেছেন লিখেছেন মতলুব ০১ মার্চ, ২০১৩, ০৭:০০:০৯ সন্ধ্যা

আর কত লাশের মিছিল! বন্ধ হোক এ রক্ত খেলা,

মনের কোনে জলছে আগুন, বন্ধ হোক এ শাহবাগ মেলা।

মুমিন খেপেছে, দেশ রক্ষায়, খতম হবে এ রঙ্গ মেলা,

নাস্তিক হবে ধূলার আসন, শাস্তি পাবে বামের চেলা।

রক্ত চোষা বন্ধ করে শাড়ির আঁচল ধুয়ে ফেলা,

মুসলিম জেগে উঠলে পরে হাতে নিবে কাঠের চেলা।

পালাবে কোথায় রক্ত খেকো! ভারতে আছে দাদাবাবু,

সময় থাকতে হবে সচেতন নইলে মুমিন করবে কাবু।

রক্তের হোলি বন্ধ করে, কোরআন বুকে ঈমান বাঁচা,

নইলে মুমিন ধরবে লাঠি পুরবে কিন্তু লোহার খাঁচা।

শরম নাইরে লজ্জা নাইরে বেহায়া আর কাকে বলে,

সব নাস্তিক খতম করে ভরতে হবে চার দেওয়ালে।

ঠান্ডা মাথায় দেশ চালাবে, খুন খারাবি বন্ধ করে,

দেশের মানুষ উঠেছে ফুঁসে, রাসূল প্রেমিক ঘরে ঘরে।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File