তোরা সামনে এগিয়ে চল!
লিখেছেন লিখেছেন মতলুব ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:৩৯:০৪ সকাল
ওরে যুবার দল
তোরা সামনে এগিয়ে চল,
দেশ বাঁচাতে লড়তে হবে
রাখবে মনোবল
তোরা সামনে এগিয়ে চল।
ঘটছে মহাকাল
দেশটা আজ অচল
বাঁচাতে হবে মানুষগুলো
রক্ত ঝরার দল
তোরা সামনে এগিয়ে চল।
হায়রে যাতাকল
ওরা নিষ্ঠুরেরই দল
পোড়ায় দেহের কল
দেশ বাঁচাতে চলরে চল
রাখবে মনোবল।
তোরা সামনে এগিয়ে চলল
দেশটা আজ অচল
অত্যাচারী খড়গ হাতে
ভাঙেছে দেহের কল
বাঁচাতে হবে দেশটাকে আজ
বাড়িয়ে মনোবল,
তোরা সামনে এগিয়ে চল।
দেশ বাঁচাতে সামনে চল!
বিষয়: সাহিত্য
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন