ক্ষমতা ছাড়বি কি না বল!
লিখেছেন লিখেছেন মতলুব ৩০ নভেম্বর, ২০১৩, ১২:২৬:০০ রাত
ক্ষমতা ছাড়বি কি না বল?
দেশের মানুষ ক্ষেপলে পরে
করবে পা’য়ে দল।
কিলের চোটে ঘুরবি শুধু
ধ্বংস করে দল।
দেশ বাসী চায় না রে ভাই
এই নির্বাচনী অপকৌশল।
গায়ে খাটিয়ে বল
অস্ত্রবাজি বৈঠা নিয়ে
থাকছিস অবিচল!
হে যুবক জোরছে তুই চল
ছাড়াই ওদের কল।
ভাঙবে হাটুর বল।
দেশটাকে আজ বাঁচানোর তরে
নামবে মানুষের ঢল
খসবে ওদের মল!
ক্ষমতা ছাড়বি কি না বল?
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন