যুবকের রক্ত খুবই প্রয়োজন!
লিখেছেন লিখেছেন মতলুব ২০ নভেম্বর, ২০১৩, ০৪:০৪:২৮ বিকাল
চারিদিকে অন্যায় কত স’বি হে যুবক
নেমে পড় রাজপথে, প্রতিহতে হিংস্র শ্বাপদ।
গুলি করে হত্যা, দেখবি তুই কতরে,
বাঁধা দে তুই অন্যায়ের, রক্ত ব’য়ে গতরে!
আল্লাহর রাহে তুই ঘর থেকে বের হ!
মাথাটাকে ঠিক রেখে, বসিয়ে দে দু’ঘা
জালিমের জুলুম আর কত তুই সই,বি,
শহীদ হয়ে অন্যায়ের স্মৃতি হয়ে রই’বি।
বদরের মতো করে জেগে ওঠ মুসলিম,
নির্ভয়ে পথ চল, বিজয়ে হ অমলিন।
হামজার মতো তুই জানটা দে বিলিয়ে,
শহীদ হবি অবশেষে শত্রুকে কিলিয়ে
খালিদের তরবারী মুঠো করে তুই ধর,
এজিদের বাহিনী মেরে তুই শেষ কর।
সাচ্চা মুসলিম ঈমানে হ বলীয়ান,
ধ্বনি তোল তাকবীর, থাকবে না পিছুটান।
আল্লাহর নাম নিয়ে মোনাফিক মেরে যা,
বেঈমান মারলে অশান্তি হবে না।
বিষয়: সাহিত্য
৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন