হরতাল
লিখেছেন লিখেছেন মতলুব ১৭ নভেম্বর, ২০১৩, ০৭:২৩:৪১ সন্ধ্যা
ডাকছে ওরা হরতাল
দেশটাতে তাই গোলমাল,
সমান তালে চলছে গুলি
দেশবাসী তাই বেশামাল।
পেট্রোল বোমা ফুটছে
পিকেটাররা ছুটছে,
ভয়ের চোটে চলছে গাড়ি
তাই তো মানুষ পুড়ছে।
জল কামান আর গুলি
ছুড়ছে পুলিশগুলি
তাড়িয়ে ধরে পিকেটারের
খুলছে মাথার খুলি।
বিরোধীরা অবিচল,
বাড়ছে বুকের বল,
তত্বাবধায়ক জয় করবে
মিলে আঠারো দল।
বিষয়: সাহিত্য
৮২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন