দেশ চলে গেলো!

লিখেছেন লিখেছেন মতলুব ১১ নভেম্বর, ২০১৩, ০২:৪৮:০৫ দুপুর



দেশটা বাঁচা, মানুষ বাঁচা

ক্ষমতা একার নয়,

দেশের মানুষ রক্ত চায় না

চায় না অপচয়।

বৈঠা লগি, রামদা গুলি

কুত্তাগুলোর কাজ,

স্বৈর শাসন ছেড়ে দিয়ে

নতুন করে সাজ।

দিল্লি বাবু মোড়ল সেজে

দিচ্ছে দেশের বাঁশ,

দেশের ধ্বংসে মেতেছে তারা

খাবে দেহের আঁশ।

লাগাতার হরতালে

রসাতলে দেশ,

দিল্লি দেশের করেছে ক্ষতি

আহা বেশ বেশ।

বিষয়: সাহিত্য

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File