বন্দী করে আন্দোলন বন্ধ করা যাবে না!
লিখেছেন লিখেছেন মতলুব ১০ নভেম্বর, ২০১৩, ১০:০০:৫০ সকাল
অন্যায়ভাবে বন্দী করে থামাবি কে তোরা আন্দোলন?
জালিমবাজের বিরুদ্ধে আজ চারিদিকে গণজাগরণ।
থামাবে তোদের রক্ত চক্ষু বাংলার এই জনগণ।
চালাবি না আর কোন গুলি ঝরাবি না আর তাজা প্রাণ।
বাঙালি খেপলে ঝেটিয়ে তাড়াবে পিটেয়ে করবে অজ্ঞান।
সময় থাকতে হুশিয়ারহ, জনগণকে শান্তি দে,
দেশের কল্যানে কাজ কর, পাষন্ড নরপশু ওরে!
দেশের মানুষ উখিয়ে রয়েছে মটকাবে তোদের শক্ত ঘাড়,
পালাবি কোথায় হিংসুক তোরা, পিটিয়ে তোদের করবে অসাড়।
জালিম তোরা ক্ষমতা লোভী মানুষকে করিস অপমান,
রাষ্ট্রীয় সম্পদ চুরি করে হয়েছিস সবাই বেঈমান।
স্বাধীন দেশে বাহাদুরী মানুষ মারো অকাতর,
জালিম তোরা ক্ষমতা লোভী নয় কো এটা একাত্তর।
বিষয়: সাহিত্য
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন