মিথ্যা ষড়যন্ত্র রুখবে জনতা!!
লিখেছেন লিখেছেন মতলুব ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৭:১৪ রাত
তোমাদের ফাঁসির দড়ি আমাদের কষ্ট দিবে, সেটা হতে দিব না!
শাহবাগ নয় বাংলা আজ
জেগেছে দিকে দিকে,
ওদের মুখে মিথ্যার বুলি
সত্য সবই ফিঁকে।
বাংলা মায়ের দামাল ছেলে
উঠতে হবে জেগে
বাঁচাতে হবে বাংলাকে আজ
মিথ্যা যাবে ভেগে।
মর্দে মুমিন গর্জে ওঠ আজ
আল্লাহু আকবার বলে,
নাস্তিক ওরা ভয়ে পালাবে
শাহবাগ চত্বর ফেলে।
রক্ত ঝরছে সারা বাংলায়
জালিম খেপেছে তাই,
অন্যায় সবে রুখতে হবে
চলো রাজপথে যাই।
আসুক বাঁধা চলুক গুলি
পিছপা হবো না মোরা,
মায়ের দোয়া সঙ্গে নিয়ে
মাঠে নেমে পড় তোরা।
মুখে কালিমা শহীদি তামান্না
গর্দান তুলে দাঁড়া,
মুরতাদদের দুপায়ে দলে
বাংলামা কর ছাড়া।
ওমরের মতো দৃঢ় মনোবলে
কাঁপিয়ে দে এ দেশ,
জেগে ওঠ ওরে রাসূলের সৈনিক
রাখিসনে মনে লেশ।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন