ভাদালীগ কর্মীরা ধাওয়া খেয়ে পালালেন...আর একটু হলেই গণধোলাই খেত
লিখেছেন লিখেছেন ইবনে বেলাল ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৮:৩৪ সকাল
হই হই রই রই/ছাত্রলীগ গেলি কই? ছত্রলীগ নামক কুত্তাগুলোকে গদাম দেয়া শুরু করেছে জনতা। আজ সকালে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে র্যাবসহ পালিয়েছে এ আবালগুলো।
এসময় অল্পের জন্য বেঁচে যায় চার ছত্রলীগ কদু। এরপর বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে পিকেটাররা। র্যাব উপস্থিত থাকলেও তারা পিকেটারদের ধরতে সাহস করেনি।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় একদল সাধারণ শিক্ষার্থী ছত্রলঢীগের ২য় আবাল (সেক্রেটারি) সিদ্দিকী নাজমুলকে ধঅওয়া দেয়। ধাওয়া খেয়ে সে এখনও আত্মগোপনে।
বাংলাদেশে স্বউৎসাহে ছাত্রলীগ নামক আগাছা নিধন শুরু হয়েছে। আসুন আমরা দেশকে আগাছা মুক্ত করি।
রাজধানীসহ সারাদেশে স্বত:স্ফূর্ত হরতাল চলছে। হরতালে দেশের বিভিন্নস্থানে পিকেটাররা পিকেটিং করছে। কয়েকস্থানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। কবাওরানবাজার এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কয়েকটি বাস থামিয়ে দেয় পিকেটাররা। এ সময় পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে অবশেষে রাস্তা ছেড়ে দেয় তারা।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন