সহজ সরল স্বীকারোক্তি- কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়। কসাই কাদেরের অপরাধে কাদের মোল্লার শাস্তি কেন ?
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:০২:২৪ সকাল
সহজ সরল স্বীকারোক্তি নয় কি !!-
কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়।
কসাই কাদেরের অপরাধে কাদের মোল্লার শাস্তি কেন ?
উপরোক্ত বক্তব্য কাদের মোল্লার রায় দেয়ার আগের দিন জামাতের শাপলা চত্ত্বরের সমাবেশে বক্তারা।
খেয়াল করুন, অবশেষে জামাতীরা কৌশলী ব্ক্তব্যের মাধ্যমে স্বীকার করল কসাই কাদের নামক একজন শাস্তি যোগ্য ঘৃণিত রাজাকার।
তবে কসাই কাদের আর কাদের মোল্লা এক নয় বলে দাবি করেছেন ।
জামাত শিবিরের হয়ে বলবেন কি ?
কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়।
১। রায় দেয়ার আগের দিন কেন এ বক্তব্য।
২। কসাই কাদের ৭১ এ শাস্তিযোগ্য অপরাধ করেছিল।
৩। কসাই কাদের আর কাদের মোল্লা যদি একই ব্যাক্তি হয়।
জামাত শিবির কি ভূমিকা গ্রহন করবেন ? রায় কি মেনে নিবেন ?
অন্য মামলার ক্ষেত্রেঃ
কাদের মোল্লাকে নিয়ে বিতর্ক উপস্থাপন করে দেলোয়ার হোসেন সাঈদীর -
দেলোয়ার আর দেউল্যার যুক্তিতর্কটিকে দূর্বল করছে না জামাত ?
কাদের মোল্লার ক্ষেত্রে একই ব্যাক্তি প্রমানিত হলে
সাঈদীর ক্ষেত্রেও ওনারা মেনে নিবেন কি ?
বিষয়: রাজনীতি
১৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন