কির্তীমানরা...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:০৪:১২ রাত
লিখতে মন চায় হাত চলেনা
ভাবনার ঝড় উঠে মন বলে-না!
দেখি সময় সঙ্গ দেয় কিনা
চেনারাও আজ বড় অচিনা,
ভালোবাসাও পারেনা ভালোবাসাতে
চোখের জলও পারেনা মন ভাঁসাতে...
অর্থ বিত্ত্ববানরা পারেনা কষ্ট বুঝিতে
শুধু পারে দিতে কিছু ভিক্ষের ঝুলিতে,
সহানুভুতিও আজকাল কমারসিয়াল
সব্বাই আপন ধ্বান্ধায় বেমিসাল,
ভালোমানুষির শুভ্রু মুর্তিমান
কৌশুলি দক্ষতায় তিনি কির্তিমান,
আপন ধ্বান্ধায় তাহারা সর্বোদাই মহান।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবুইর বাসাটা কপি করে নিয়ে নাও...
মন্তব্য করতে লগইন করুন