এলোমেলো ভাবনা গুলো...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ অক্টোবর, ২০১৫, ০১:২৬:৫০ দুপুর



কবিতায় প্রকাশের আঁকুতি

এলোমেলো ভাবনা গুলো

কখনো হাসি কখনো কান্না

মিশ্রসব অনুভুতি,

কবিতা ভাবনার অতল সমুদ্র

ভাব দরিয়ার অথৈই ডুব

দিবা নিশি ভব চরাচর

ভাবনার অন্তর,

সীমাহিন প্রান্তর-চলাচলে

ভাবনায় হাবুডুবু

তেপান্তর খুজে না পাই-

এলোমেলা ভাবনা,

ভাব সাগরে ডুবি ভাঁসি

হাঁসি কাঁদি বাঁনভাসি

উপায়ান্তর নাই,

নিরুদ্ধেশে ভাসাই তরী

এক সারি ভাসমান ভাবনা

নীল আকাশ পানে চাই,

তুমি দিয়ো ঠাই-তার পানে চাই

জগৎ সংসারে ভাবনার অভাব নাই

তুমি নিরন্তর অন্তরজামী,

কবি কবিতায় আঁকি-

ভাবনার ছবি

কোথাও স্পস্ট কোথাও ঝাপসা

কোথাও আঁকি ঝুকি,

ভাবনায় ভাব মিলিয়ে যায়

সময়ের বৈশাখি,

ঝড় উঠে ভাবনার বাধ ভাঙ্গে

সম্বিত ফিরে পাই

দীর্ঘ্যশ্বাসে হতাশার মুখ ঢাঁকি

আমি ভাবনার কবি,

ভাবনায় ভাব মাখি

নিরুপায় জগটাই দেখি

সুখদুখ একাকার-একরুখি,

সময়ের স্রোতে ভাবনার ভুবনে

আমি একাই থাকি

ভাবনায় খুজি সুখের তরী,

পারিদেবো দিগন্ত ছাড়ি

অন্য জগতের ভাব সাগরে

দিগন্ত জুড়িয়া হাত মেলিব

সংকুচোন আর সয়না ,

এবার ভাবনায় পালা বদল হবে

দুখ নয় সুখ হবে পটভুমি

আমি ভাব সাগরে ভাঁসাবো

সীমান্তের সুখ ভেলা।

বিষয়: সাহিত্য

১৩৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344510
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০০
আফরা লিখেছেন : এলো মেলো ভাবনার কবিতা টা তো ভালই লাগল ।ধন্যবাদ ভাইয়া ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪২
286085
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সত্যি বলছেন আপা....!? আপনার মতো গুণি মানষেরা যদি ভালো কন তাইলে ভরসা পাই....আন্তরিক ধন্যবাদ আপা।Love Struck
344513
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose শুভকামনা রইলো Good Luck Good Luck
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৩
286087
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কৃতজ্ঞতা জানাচ্ছি গাফ্ফার ভাই।Love Struck
344529
০৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৩
286088
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ধন্যবাদ নিয়াভাই...Love Struck
344565
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : এলোমেলো হলে কি হবে,ভাবনাগুলো ত চমৎকার।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৪
286089
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কৃতজ্ঞতা প্যারস ভাই...Love Struck
344616
০৬ অক্টোবর ২০১৫ রাত ০১:৪৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । ভালো লাগলো ভাবনাগুলো! Good Luck
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৪
286090
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কৃতজ্ঞতা জানাচ্ছি সাদিয়া আপারে...Love Struck
347675
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লাগলো। ভাবনার মাঝে "আমি ভাব সাগরে ভাঁসাবো ..সীমান্তের সুখ ভেলা।" চমৎকার শব্দচয়ন। ধন্যবাদ।
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৮
288671
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : Love Struck Love Struck Love Struck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File