এলোমেলো ভাবনা গুলো...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ অক্টোবর, ২০১৫, ০১:২৬:৫০ দুপুর
কবিতায় প্রকাশের আঁকুতি
এলোমেলো ভাবনা গুলো
কখনো হাসি কখনো কান্না
মিশ্রসব অনুভুতি,
কবিতা ভাবনার অতল সমুদ্র
ভাব দরিয়ার অথৈই ডুব
দিবা নিশি ভব চরাচর
ভাবনার অন্তর,
সীমাহিন প্রান্তর-চলাচলে
ভাবনায় হাবুডুবু
তেপান্তর খুজে না পাই-
এলোমেলা ভাবনা,
ভাব সাগরে ডুবি ভাঁসি
হাঁসি কাঁদি বাঁনভাসি
উপায়ান্তর নাই,
নিরুদ্ধেশে ভাসাই তরী
এক সারি ভাসমান ভাবনা
নীল আকাশ পানে চাই,
তুমি দিয়ো ঠাই-তার পানে চাই
জগৎ সংসারে ভাবনার অভাব নাই
তুমি নিরন্তর অন্তরজামী,
কবি কবিতায় আঁকি-
ভাবনার ছবি
কোথাও স্পস্ট কোথাও ঝাপসা
কোথাও আঁকি ঝুকি,
ভাবনায় ভাব মিলিয়ে যায়
সময়ের বৈশাখি,
ঝড় উঠে ভাবনার বাধ ভাঙ্গে
সম্বিত ফিরে পাই
দীর্ঘ্যশ্বাসে হতাশার মুখ ঢাঁকি
আমি ভাবনার কবি,
ভাবনায় ভাব মাখি
নিরুপায় জগটাই দেখি
সুখদুখ একাকার-একরুখি,
সময়ের স্রোতে ভাবনার ভুবনে
আমি একাই থাকি
ভাবনায় খুজি সুখের তরী,
পারিদেবো দিগন্ত ছাড়ি
অন্য জগতের ভাব সাগরে
দিগন্ত জুড়িয়া হাত মেলিব
সংকুচোন আর সয়না ,
এবার ভাবনায় পালা বদল হবে
দুখ নয় সুখ হবে পটভুমি
আমি ভাব সাগরে ভাঁসাবো
সীমান্তের সুখ ভেলা।
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন