দেয়ালে আজ পিঠ ঠেকেছে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৫:৪৩ দুপুর
বিবেক মরা মানুষের রক্তচোখে আজ রক্তাক্ত
বিবেক বানের বিবেক আজ আই সি ইউতে !
জ্বলসানো রুটিতেও-জ্বলসানো মুখের আর্তনাদ
করি ত কি করি-মরি ত কেমনে মরি
ভেতরের যন্ত্রনা আজ কাহারে কই ?
চারিদিকে গোয়েবলসের প্রেতাত্মারা ঘুরে
মিথ্যার জিকির ঘুরিয়া ফিরিয়া করে
সত্য বলিবার সত্য সাহসি নাই
বলো কোথায় গেলে ভাই-সত্যে খুজে পাই ?
চোখে ঘুম নাই মজলুমের আর্তচিৎকারে
বিবেকের বাহকেরা আজ কেন অগোচরে
সামনে আসো রাজপথ ফাঁকা-তোমারই তরে
সত্যের জোয়ারে ভাঁসিয়ে দাও-মিথ্যের অহংকার।
নচেত পরিণতি তোমায় ছিরে ছিরে খাবে
সময় আসিতেছে তোমার শিকারে
দেয়ালে আজ পিঠ ঠেকেছে,
তীব্র ক্রোদে ঝাপিয়ে পরো-জালিমের ঘাড়ে
প্রতিরোধ করো প্রনান্তকর চেষ্ঠায়।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেয়ালে আজ পিঠ ঠেকেছে,
তীব্র ক্রোদে ঝাপিয়ে পরো-জালিমের ঘাড়ে
প্রতিরোধ করো প্রনান্তকর চেষ্ঠায়।
ধন্যবাদ কবিকে। হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে লিখা কবিতার জন্য। বাকরুদ্ধতার এ কঠিন সময়ে গজব দিতে হয়না। ভেতর থেকে আসা বেদনার নি:শ্বাসই যথেস্ট। ধন্যবাদ।
লাথি মারার স্টাইলটা আইকনিক ।
মন্তব্য করতে লগইন করুন