দেয়ালে আজ পিঠ ঠেকেছে...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৫:৪৩ দুপুর



বিবেক মরা মানুষের রক্তচোখে আজ রক্তাক্ত

বিবেক বানের বিবেক আজ আই সি ইউতে !

জ্বলসানো রুটিতেও-জ্বলসানো মুখের আর্তনাদ

করি ত কি করি-মরি ত কেমনে মরি

ভেতরের যন্ত্রনা আজ কাহারে কই ?

চারিদিকে গোয়েবলসের প্রেতাত্মারা ঘুরে

মিথ্যার জিকির ঘুরিয়া ফিরিয়া করে

সত্য বলিবার সত্য সাহসি নাই

বলো কোথায় গেলে ভাই-সত্যে খুজে পাই ?

চোখে ঘুম নাই মজলুমের আর্তচিৎকারে

বিবেকের বাহকেরা আজ কেন অগোচরে

সামনে আসো রাজপথ ফাঁকা-তোমারই তরে

সত্যের জোয়ারে ভাঁসিয়ে দাও-মিথ্যের অহংকার।

নচেত পরিণতি তোমায় ছিরে ছিরে খাবে

সময় আসিতেছে তোমার শিকারে

দেয়ালে আজ পিঠ ঠেকেছে,

তীব্র ক্রোদে ঝাপিয়ে পরো-জালিমের ঘাড়ে

প্রতিরোধ করো প্রনান্তকর চেষ্ঠায়।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303126
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ময় আসিতেছে তোমার শিকারে
দেয়ালে আজ পিঠ ঠেকেছে,
তীব্র ক্রোদে ঝাপিয়ে পরো-জালিমের ঘাড়ে
প্রতিরোধ করো প্রনান্তকর চেষ্ঠায়।

ধন্যবাদ কবিকে। হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে লিখা কবিতার জন্য। বাকরুদ্ধতার এ কঠিন সময়ে গজব দিতে হয়না। ভেতর থেকে আসা বেদনার নি:শ্বাসই যথেস্ট। ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৯
245276
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মনের যন্ত্রনা প্রকাশিতেই পারিনা...মজুমদার ভাইকে সহস্র সালাম...মন্তব্যের জন্য।
303133
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৬
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরকে এভাবেই আপ্যায়ন করা উচিত ।

লাথি মারার স্টাইলটা আইকনিক ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২১
245277
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপ্যায়নে শিবির মনে হয় ধন্য...আরো করে আপনাদের কোননা কোন ভাবে শিবির খুশি করতে পারছে এটা ভেবে ভালই লাগছে...আপনাকে আন্তরিক ধন্যবাদ হে ভাগ্যবান।Love Struck Love Struck Love Struck
303150
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
আফরা লিখেছেন : দেয়ালে পিঠ ঠেকেছে তাড়াতাড়ি ঝাপিয়ে পড়ুন না হলে পিষ্ট হয়ে যাবেন । ধন্যবাদ ভাইয়া ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২২
245278
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ধন্যবাদ আফরা লিখতে মনচায় না তাই কম লিখি...ধন্যবাদ আফরা আপনাকে।Love Struck
303153
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৩
245279
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : রিদোয়ান অাপনাকে ধন্যবাদ।
310677
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবিতায় প্রতিবাদ দারুণভাবে ফুটে উঠেছে।
১৬ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৮
256345
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক ধন্যবাদ গাজী সাহেব...আপনাকে স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File