জাতীর জাত মারে... ? ? ?
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৬ জানুয়ারি, ২০১৫, ০২:১৬:৫৭ দুপুর
লিখতে চাই অনেক কিছু রাগ ক্ষোব ঘৃণা...
কিন্তু কার জন্য লিখবো কেউকি পড়বে?
যে জাতী নিত্যসহে হাজারো অপমান !
জাতীর জাতমারে-চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে
উন্নয়নের ষ্টীমরোলার জাতীর ঘাড়ে,
হাতে মারে,ভাতে মারে-বিনা দুষে গুম করে
জাতী চুপ করে-মরে পাইকারী দরে,
জাতীরে গরু দান করে-জুতা মেরে
হায় জাতীরে জাতী-তোর জাত মারে,
চামড়া মোটা জাতী-বেইজ্জতির ধ্বার না ধ্বারে
বিবেক মরা অর্বাচিনরা জাতীর ঘারে,
ইহুদীরা আজ জাতীর ঘরে-ঘর নড়বরে
বাঙ্গালীর ভেতর আজ শঙ্কর ইহুদী!
জাতী বটতলায় ভবের হাট বসায়
ফিরিঙ্গিরা দাঁত কেলিয়ে মুখ ভেংচায়,
মুসলমানের কুলখানী ব্রাম্মনের দরগায়
মুসলমান গাঁ চুলকায় মিলাদুন্নবীর সানে!
সিরাতুন্নবীর এলার্জি মিডিয়া মহল্লায়
সুযোগে সাজে আশেকে নবী (সাঃ) দরগা সাজায়,
হায় মরা মুসলমান নিরবেই দুর্গন্ধ ছড়ায়
জাতীর জাত মারে-বাঙ্গালী বড় অসহায়....।
**************************************
( সরি জাতী সরাসরি বলতে বেইজ্জতি)
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথন জাতীর মধ্যে পাপাচার মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন আল্লাহ শাস্তি স্বরুপ তাদের উপর জালিম শাসক চাপিয়ে দেন। আর এটা তাদের জন্য এক মহা পরীক্ষা!! যারা প্রকৃত মুমীন তারা ঠিকই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় আর যাদের অন্তরে বক্রতা আছে তারা হতাশাগ্রস্থতায় আচ্ছন্ন হয় কিংবা স্রোতে গা ভাসায়। অর্থাৎ বাতিল বলেই গন্য হয়। দেখা যাক, আমরা আমাদের পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারি..
মন্তব্য করতে লগইন করুন