অপমৃত্যু...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৩ মার্চ, ২০১৩, ০৫:৫১:২৩ বিকাল



বুকের ভেতর অনেক কষ্ট-

চোখের ভেতর অথৈই জল

বোবা কান্নায় বুক ফেটে যায়-

পচা গলা লাশ দেখে,

নদীর জলে লাশ ভেসে যায়

শিয়াল কুকুর খায় ছিড়ে !

অগণীত গুম হয়ে যায়-

নোটিশ বিহীন যায় নিয়ে,

এভাবেই স্বপ্নের অপমৃত্যু হয়

জাতী দেখে বিধবার বিবর্ণ চেহারা,

দেখে ইয়াতিম শিশুর আর্তচিৎকার ?

আমি সইতে পারিনা-

বিষন্নতা আমায় জেকে ধরে,

আমি হতাশার সাগরে হাবুডুবু খাই

চারিদিকে ধূ ধূ অন্ধকার দেখি ,

আমি অন্ধকারে মুখ লুকাই-

আবারো প্রকৃতির নিয়মে সূর্য্য উঠে

আমি উঠি বুক ভরা হতাশা নিয়ে,

দেখি অসহায় মায়ের আর্তচিৎকার

সদ্য স্বামী হারা স্ত্রীটির অসহায়ত্ব ?

ইয়াতিম শিশুটির করুন চাহনি-

আমি সইতে পারিনা ,

সবাই পারে-শুধু আমি পারিনা

যেনো সব কষ্ট,শুধুই আমার,

দায়ীত্বশীলরা নির্বিকার-

যেনো খুবই প্রত্যাশিত ঘটনা ,

সাময়িক সামান্য নড়াচড়া তারপর..!

জীবনের মূল্য নিহত এক আহত অর্ধেক...

বিশেষ ব্যক্তির মোটা অংক-?

সাধারনের মূল্য নেই !

কিছু দিন ততপর-তারপর ফাইল বন্ধি

স্বজনদের পাওনা শুধুই মেকি শান্তনা,

অতপর কেউ খবর রাখেনা-ঐ মায়ের

বিধাব স্ত্রীটি পরিণত হয় জীবন্ত লাশে,

কেউ খবর নেয়না ইয়াতিম শিশুটির

ভুলে যায় সব নতুনের অবগাহনে !

পথে নামে কিছু সর্বহারা পরিবার-

মহা-রাজারা বহাল তবিয়তে-

করে ক্ষমতার বাহাদুরি,

আমরা তাদেরই উলুধ্বনি করি-

সাহায্য চাই তাদেরই চরন তলে,

মহান নেতা জিন্দাবাদ চিৎকারে গলা ফাটাই-

তাদরেই বসাই ক্ষমতার মগডালে।

বিষয়: সাহিত্য

১০৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344428
০৪ অক্টোবর ২০১৫ রাত ১০:১৫
আফরা লিখেছেন : ডানে বায়ে , সামনে পিছনে কোন দিকে না তাকিয়ে নীচের দিকে চোখ নামিয়ে চল্লে আর কোন কষ্ট থাকবে না ভাইয়া । ধন্যবাদ ভাইয়া ।
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৮
285978
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমি ডানে বামে না তাকাই থাকতে পারিনা সুখি দেখিলে খুশি হই দুখি দেখিলে দুখি হই কিছুই করিতে পারিনা শুধু মনে মনে কথা কই....,ধন্যবাদ প্রিয় আফরামণিLove Struck Love Struck Love Struck পিলাচ।
344581
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চরম সত্য বিষয়াবলী কবিতায় ফুটে উঠেছে।
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৯
285979
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : উপলব্দিতে আশায় আশান্বীত হলাম প্যারিস ভাই ধন্যবাদ।Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File