অপমৃত্যু...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৩ মার্চ, ২০১৩, ০৫:৫১:২৩ বিকাল
বুকের ভেতর অনেক কষ্ট-
চোখের ভেতর অথৈই জল
বোবা কান্নায় বুক ফেটে যায়-
পচা গলা লাশ দেখে,
নদীর জলে লাশ ভেসে যায়
শিয়াল কুকুর খায় ছিড়ে !
অগণীত গুম হয়ে যায়-
নোটিশ বিহীন যায় নিয়ে,
এভাবেই স্বপ্নের অপমৃত্যু হয়
জাতী দেখে বিধবার বিবর্ণ চেহারা,
দেখে ইয়াতিম শিশুর আর্তচিৎকার ?
আমি সইতে পারিনা-
বিষন্নতা আমায় জেকে ধরে,
আমি হতাশার সাগরে হাবুডুবু খাই
চারিদিকে ধূ ধূ অন্ধকার দেখি ,
আমি অন্ধকারে মুখ লুকাই-
আবারো প্রকৃতির নিয়মে সূর্য্য উঠে
আমি উঠি বুক ভরা হতাশা নিয়ে,
দেখি অসহায় মায়ের আর্তচিৎকার
সদ্য স্বামী হারা স্ত্রীটির অসহায়ত্ব ?
ইয়াতিম শিশুটির করুন চাহনি-
আমি সইতে পারিনা ,
সবাই পারে-শুধু আমি পারিনা
যেনো সব কষ্ট,শুধুই আমার,
দায়ীত্বশীলরা নির্বিকার-
যেনো খুবই প্রত্যাশিত ঘটনা ,
সাময়িক সামান্য নড়াচড়া তারপর..!
জীবনের মূল্য নিহত এক আহত অর্ধেক...
বিশেষ ব্যক্তির মোটা অংক-?
সাধারনের মূল্য নেই !
কিছু দিন ততপর-তারপর ফাইল বন্ধি
স্বজনদের পাওনা শুধুই মেকি শান্তনা,
অতপর কেউ খবর রাখেনা-ঐ মায়ের
বিধাব স্ত্রীটি পরিণত হয় জীবন্ত লাশে,
কেউ খবর নেয়না ইয়াতিম শিশুটির
ভুলে যায় সব নতুনের অবগাহনে !
পথে নামে কিছু সর্বহারা পরিবার-
মহা-রাজারা বহাল তবিয়তে-
করে ক্ষমতার বাহাদুরি,
আমরা তাদেরই উলুধ্বনি করি-
সাহায্য চাই তাদেরই চরন তলে,
মহান নেতা জিন্দাবাদ চিৎকারে গলা ফাটাই-
তাদরেই বসাই ক্ষমতার মগডালে।
বিষয়: সাহিত্য
১০৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন