জালিমশাহী আর কতকাল..?

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩০ নভেম্বর, ২০১৪, ১১:২৮:৩০ রাত



চোখের জলের-ডুববি তলে

আর কতকাল কূট-কৌশলে,

এবার দিবে ছুড়ে ফেলে

বাকী জীবন প্রবাস জেলে।

***********************

জুলুম তোমার সীমাছাড়া

এবার তুমি খাইবে ধরা,

রাত বিরাতের গুমের খেলা

দিন দুপুরে লাশের মেলা।

************************

বাংলাদেশের বীর জনতা

আপন হাতেই নেয় ক্ষমতা,

সময় এবার হলো বুঝি

প্রতিরোধ তাই সোজাসুজি।

************************

ধৈর্য্য সীমার বাঁধ ভেঙ্গেছে

আম জনতা আজ জেগেছে,

কেড়ে নিবে সব ক্ষমতা

নওকো তুমি দেও দেবতা।

***********************

পাপীর পাপ দেয়না ক্ষমা

সময় মতো পাইবে জমা,

আর্তনাদের দীর্ঘ্যশ্বাসে

ধ্বংস হবে অবশেষে।

**********************

হিসেব নিকেষ নিবে এবার-

মজলুমেরা এক হয়েছে,

আর কতকাল ধৈর্য্য ধারন

সহ্য সীমার বাঁধ ভেঙ্গেছে।

বিষয়: সাহিত্য

১১৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290056
৩০ নভেম্বর ২০১৪ রাত ১১:৫২
অনেক পথ বাকি লিখেছেন : সবকিছুরি শুরু আছে শেষ হয়ে যায়।
ফাগুন এসে ঝরে ঝরে সেও চলে যায়
290070
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৬
লজিকাল ভাইছা লিখেছেন : পাপীর পাপ দেয়না ক্ষমা

সময় মতো পাইবে জমা,

আর্তনাদের দীর্ঘ্যশ্বাসে

ধ্বংস হবে অবশেষে ।
ভালো লাগলো, অনেক ধন্যবাদ। Thumbs Up Thumbs Up
290082
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২১
আব্দুল গাফফার লিখেছেন : আসিতেছে শুভদিন ইনশাল্লাহ , অপূর্ব লাইক Good Luck Good Luck Rose Rose
290085
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩৭
লোকমান লিখেছেন : সত্যিই ধর্য্যের বাধ ভাঙতে শুরু করেছে। ধন্যবাদ হে কবি
290106
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২৬
আফরা লিখেছেন : বাংলাদেশের জনগনের ধর্য্যের সাগর আছে কখনো শেষ হবে না মনে হয় ।
291095
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৭
ওমর শরীফ লিখেছেন : অনেক ধন্যবাদ Thumbs Up Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File