আল-হাজ্ব মুসলমান...! ! ! ???
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৭ নভেম্বর, ২০১৪, ০১:২৩:২৭ দুপুর
পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা
পয়সার গরমে হাজী খেতাব !
ঈমানদার বেতাব জান্নাতের পথে,
হালাল হারামের উপলব্দি নেই ?
জীবন সন্ধায় তওবার উপলব্দি !
জোয়ানী কাঁটে আন্ধা ধান্দায়
মসজিদে-আগার কাতার কনফার্ম,
ঈমামের দিকনির্দেশক-রাজনীতি মুক্ত
আসেকে রাসুল-প্রতিবাদে নিরব ?
মুজাহিদে দ্বীন-ভয়ঙ্কর জঙ্গী..
পাশকেটে জান্নাতের পথে হাটে ?
ইকামতে দ্বীন উটকো ঝামেলা !
পরহেজগারীর লেবাসে মানানসই,
তাকুয়ার তকমা স্বউদ্যোগে লাগায়
জান্নাতের সার্টিফিকে তসবির গণনায় !
অনাচার আবিচার বিবেচ্য নয়
চাচা আপনা জান বাচা এই দুনিয়ায়,
মোহাম্মদের দ্বীন মন মোহনায়
দুনিয়াদারী ষোল আনায়,
মুজাহিদের রক্ত বিরক্তির উপহাঁস
ইয়া নাফসির ফর্মোলা নির্ধিদায় !
লেবাসে বাবা পাক্কা মুসলমান
প্রতিবাদি মোজাহিদ দেখা না যায় ,
ইসলামি বই- জিহাদি এলার্জি !
ভীতু মুসলমান অর্বাচিন ঈমানদার,
রাসুলের ত্যাগ ওয়াজ মাহফিলে-
চোখের জলে বুক ভাসায়
অবশেষে ফযর কাটে গভীর ঘুমে !
আল-হাজ্ব বেকুল জান্নাতের আশায়-
হালাল হারাম বিবেচ্য নয়,
মুসলমান আল-হাজ্ব খেতাব পায় !
তৃপ্তির ঢেকুর বেদাতের ছত্রছায়ায়
গুণে গুণে এবাদতের সীমানা পাড়ায়,
জান্নাতের মর্তবা বাড়ায়-
মুসমানের রক্তে রাজপথ রাঙ্গায়,
মুখ ভেঙ্গায়-জঙ্গীবাদ নিপাত যাক্
মুসলমান ইয়া নাফসি কদমে-
জান্নাত মুখে আগায় !
মোহাম্মদের সাফায়াত চিরন্তন কামনায়
মোহাম্মদের ইজ্জত তা জঙ্গীদের দায় !
নেতা জিন্দাবাদ-
জান্নাতের স্বপ্নে ঘুমায়।
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরম তিক্ত পরম সত্য কিছু কথামালা তুলে ধরলেন! স হমত পোষণ করছি!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!!
জাযাকাল্লাহ।
ইসলামি বই- জিহাদি এলার্জি !
ভীতু মুসলমান অর্বাচিন ঈমানদার,
রাসুলের ত্যাগ ওয়াজ মাহফিলে-
চোখের জলে বুক ভাসায়
অবশেষে ফযর কাটে গভীর ঘুমে ! এমনিত দেখছি ওযাজ মাহফিল নিয়ে এখন ব্যবসা হচ্ছে । এত এত ওযাজ কাজের কাজ কি কিছু হয়েছে মনে হয় ? রমজান এলে বুঝা যায় আমরা কেমন মুসলমান
কাহাফ লিখেছেন :
চরম তিক্ত পরম সত্য কিছু কথামালা তুলে ধরলেন! স হমত পোষণ করছি!
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!!
মন্তব্য করতে লগইন করুন