টাক সমাচার...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৪ নভেম্বর, ২০১৪, ১১:৫৭:২৮ সকাল
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।
গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।
কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।
মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,
চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।
প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।
আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।
ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।
দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...।
৬/২/২০১২ইং
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথায় কথায় গালাগাল।
কথা রাখবার,পাশে থাকবার ''
কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার
আর একটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম
মন্তব্য করতে লগইন করুন