আমি এক নিঃস্বঙ্গ পথচারি...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫২:৪০ রাত



সকাল বেলা ফজর শেষে বেড়িয়ে পরলো

সকালটা সব সময়ই ভালো লাগে নাজির আলীর

মঝে মধ্যেই মেজাজ বিগড়ে যায় যাত্রী অবিচারে

বলানেই কওয়া নেই উঠে বসে ভাবখানা-উদার

গন্তব্য ত্রিশ টাকার বিশ দিয়েই হাটা দেন!

নাজির মিয়া কষ্টপান দীর্ঘ্যশ্বাস উপরে পাঠান

উপর ওয়ালার লিখকের উপর তার ভঁরসা

আবারো পেডেলে চাপদেন এর মেধ্যেই বৃষ্টির মশকরা

কাক ভেজা নাজির মিয়া-আমার সামনে দাড়ান

এই খালি যাবা? জ্বী স্যার-মোগল টুলি মোড়ে

যাবো আসবো কত নিবা? লোকটা চাচার বয়সী

মনে বাঁধে ছিঁ আমিও তাদের দলে মিশে যাচ্ছি!

সত্যি বেয়াদবি হয়ে গেলো নিজকে ধ্বিক্কার জানাই

কিন্তু আমার ভেতরের সংকোচ আমাকে বদলায়না!

বলি চাচা বলেননি কিন্তু কত নিবেন?

বেচার হয়তো শুনতে পায়নি-তাই প্রতিউত্তর পেলামনা

মাঝপথে স্বভাব গত কারনে অনেক কথা বলি

আমার কথাগুলো মনে হলো-তার মনের কথা

গন্তব্যে আসার পর-তার আবেগের উদগীরন হলো

বললো অনেক কথা যা শুধুই সুনলাম

আমার কষ্টের আগুনে যেনো আরো ঘিঁ ঢাললো

তার চোখের কোণে চিক্ চিক্ করছিল আশ্রুবিন্দু

অবশেষে সাদ্যমতো ভাড়া দিয়ে বিদেয় নিলাম

নাজির মিয়া তার কষ্টগুলো আমায় দিয়ে গেলো

আমার মানসপটে নাজির মিয়া এক কষ্টের প্রতিচ্ছবি,

আমার ছোট ভাই অনেক প্রতিভার অধিকারি

খুবই সচেতন মানবতাবাদী মানুষ- কিন্তু নিভৃতচারি

সব সময় নিজকে গুটিয়ে রাখে-সহনসীলতা তার সহজাত স্বভাব,

প্রায়ই আমায় ঘুরিয়ে পেচিয়ে পাগল বলে

বলে ভাইয়া অনুভুতি গুলো নিজের মধ্যেই রাখুন

এই পরিবেশে আপনার অনুভুতির মূল্য নেই

আমি ভাবি কত্ত সহজে মানুষ মেনে নেয়....

তখনই মনে হলো-আমি এক নিঃস্বঙ্গ পথচারি

সামনে বেলা শেষের হাতচ্ছানি-পথ অনেক বাকি

পৌছানো হয়তো অদৌ সম্ভব নয়-কাঙ্খিত গন্তব্যে।

বিষয়: সাহিত্য

১১৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266921
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck নাজির মিয়াদের নিয়ে আজকাল আর ক'জনই বা ভেবে থাকেন... Day Dreaming
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২০
211030
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দিলামতো প্রিয় ভিশুর মনটা খারাপ করে...সরি সরি সরি ভাইয়া মন খারাপ করোনা নাজির আলীদের নসীব আমাদের থেকে অনেক ভালো.....শুধু আমরা মনে করি ওরা গরীব...কারন আমরা বুঝিনা।
266933
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৭
211027
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রিয় সুশীল ভাই পত্রের প্রথমে আমার হাজার হাজার সালাম নিবেন,আশাকরি ভালো আছেন মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন শরীরের যত্ন নিবেন সব সময় বড় বড় মন্তব্য করবেন...ইতিঃআপনার স্নেহের মুন্সী
266940
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০০
ফেরারী মন লিখেছেন : আপনার কথাগুলো আজ কেমন যেন বুঝতে কষ্ট হলো। Sad Sad
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
211026
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : লেখাটা তুমি পড় আমি চাই তুমি আবারো পড়...তোমাকে তুমি বললাম রাগ করেছ?তোমাকে অনেক পছন্দকরি তাই বললাম...মাইন্ড খাইওনা সরি...ফেরারিLove Struck
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৫
211046
ফেরারী মন লিখেছেন : খুব ভালো লাগলো আদরমাখা কথাগুলো শুনে। Love Struck Love Struck
266969
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৯
আফরা লিখেছেন : লেখার মাঝে বুকের মাঝে চেপে রাখা কষ্টের দীর্ঘস্বাস । লেখাটা লেখার সময় সেই কষ্ট নিয়ে ভাবতে গিয়ে আপনি ছিলেন আনমনা ।

আমি জানি আমি কি বুঝাতে চেয়েছিলাম তাকি ভাইয়া আপনাকে বুঝাতে পারলাম !

ধন্যবাদ ভাইয়া ।
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১০
211025
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : Praying আফরা আপুনি আমার লেখায় প্রচুর শব্দভুল থাকে পাত্তাদিওনা সময়মতো তোমাদের থেকে এডিট করে নেবো শুধু আমি কি বুঝাতে চেয়েছি তার উপরই মন্তব্য করো...আর ভুলগুলো দেখিয়ে দিলে আমি বিশেষ উপকৃত হবো কারন অলসতার কারনে লিখে দ্বিতীয়বার পড়বার মনচায় না...তোমার মন্তব্যে আমি খুবই আনন্দিত কারন তুমি সমাজদার লেখিকা...আমি যে কি তা আমি নিজেও জানিনা আন্তরিক ধন্যবাদ।
267341
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
বৃত্তের বাইরে লিখেছেন : কষ্টের কবিতা Sad
ভালো লাগলো Good Luck
২২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
211233
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নতুন কিছু নয় তবুও শেয়ার করলাম...ধন্যবাদ আপনাকে...Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File