আমি এক নিঃস্বঙ্গ পথচারি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫২:৪০ রাত
সকাল বেলা ফজর শেষে বেড়িয়ে পরলো
সকালটা সব সময়ই ভালো লাগে নাজির আলীর
মঝে মধ্যেই মেজাজ বিগড়ে যায় যাত্রী অবিচারে
বলানেই কওয়া নেই উঠে বসে ভাবখানা-উদার
গন্তব্য ত্রিশ টাকার বিশ দিয়েই হাটা দেন!
নাজির মিয়া কষ্টপান দীর্ঘ্যশ্বাস উপরে পাঠান
উপর ওয়ালার লিখকের উপর তার ভঁরসা
আবারো পেডেলে চাপদেন এর মেধ্যেই বৃষ্টির মশকরা
কাক ভেজা নাজির মিয়া-আমার সামনে দাড়ান
এই খালি যাবা? জ্বী স্যার-মোগল টুলি মোড়ে
যাবো আসবো কত নিবা? লোকটা চাচার বয়সী
মনে বাঁধে ছিঁ আমিও তাদের দলে মিশে যাচ্ছি!
সত্যি বেয়াদবি হয়ে গেলো নিজকে ধ্বিক্কার জানাই
কিন্তু আমার ভেতরের সংকোচ আমাকে বদলায়না!
বলি চাচা বলেননি কিন্তু কত নিবেন?
বেচার হয়তো শুনতে পায়নি-তাই প্রতিউত্তর পেলামনা
মাঝপথে স্বভাব গত কারনে অনেক কথা বলি
আমার কথাগুলো মনে হলো-তার মনের কথা
গন্তব্যে আসার পর-তার আবেগের উদগীরন হলো
বললো অনেক কথা যা শুধুই সুনলাম
আমার কষ্টের আগুনে যেনো আরো ঘিঁ ঢাললো
তার চোখের কোণে চিক্ চিক্ করছিল আশ্রুবিন্দু
অবশেষে সাদ্যমতো ভাড়া দিয়ে বিদেয় নিলাম
নাজির মিয়া তার কষ্টগুলো আমায় দিয়ে গেলো
আমার মানসপটে নাজির মিয়া এক কষ্টের প্রতিচ্ছবি,
আমার ছোট ভাই অনেক প্রতিভার অধিকারি
খুবই সচেতন মানবতাবাদী মানুষ- কিন্তু নিভৃতচারি
সব সময় নিজকে গুটিয়ে রাখে-সহনসীলতা তার সহজাত স্বভাব,
প্রায়ই আমায় ঘুরিয়ে পেচিয়ে পাগল বলে
বলে ভাইয়া অনুভুতি গুলো নিজের মধ্যেই রাখুন
এই পরিবেশে আপনার অনুভুতির মূল্য নেই
আমি ভাবি কত্ত সহজে মানুষ মেনে নেয়....
তখনই মনে হলো-আমি এক নিঃস্বঙ্গ পথচারি
সামনে বেলা শেষের হাতচ্ছানি-পথ অনেক বাকি
পৌছানো হয়তো অদৌ সম্ভব নয়-কাঙ্খিত গন্তব্যে।
বিষয়: সাহিত্য
১১৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি জানি আমি কি বুঝাতে চেয়েছিলাম তাকি ভাইয়া আপনাকে বুঝাতে পারলাম !
ধন্যবাদ ভাইয়া ।
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন