অন্তরিনে ঈমানের বাতিঘর...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫০:৩৫ দুপুর
আমি একজন মুসলিম জানিনা কি আমার অপরাধ
আল্লাহর কাছে আত্মসমর্পন করে হয়েছি মুসলমান
তারেই আজ মানিনা তবুও আমি মুসলমান-আল হাজ্ব!
কোরআনের মর্মকথায় ভিতু আমি স্বার্থের গোলাম
দরগায় দরগায় অলি খুঁজি-কেন্দ্রিয় কারাগার দেখিনা
আল্লাহ বললেন দুনিয়াটাই নাকি মুমিনের কারাগার
আমি মুসলিম বানাই ভন্ড বাবার শাহী দরবার?
মোহাম্মদের দঁরবার মানিনা আশেকে রাসুল আমি!?
ব্রাম্মন্য ঢংগে সাজাই ইসলামের বাঙ্গালি সংস্কৃতি
আমি মুসলিম হারিয়ে যাই অধর্মের অতল তলে
বাঙ্গালীর লেবাসে অধর্মের সাথে করি বসবাস
আমি মুসলিম অন্তরিনে রাখি ঈমানের বাতিঘঁর
হায় কারবালা-শিক্ষা দিলানা আমায় মুসলিম হতে
কারবালার শিক্ষায় বুক চাপরাই আদর্শ মানিনা
ইসলাম ঘরে ঘরে কোরআন রাখি গিলাপে বন্দী
জিহাদ এলার্জির ওষধ এখনো আবিস্কার হলোনা
জীবনভর দিবানিশি অধম আদর্শের গান গাই
মরিবার কালে রাসুলের পানাহ্ চাই বলি-
আমি মিল্লাতে রাসুল!
হায় নির্লজ্য মুসলিম বুধ্ বুদ্ধি হলোনা....।
বিষয়: সাহিত্য
১৯৫২ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ হয়েছে ভাইয়া |ধন্যবাদ আপনাকে|
ঈমানের প্রকৃত দাবী পুরণ না করে নামসর্বস্ব মুসলিমে আজকের ভরপুর,হেদায়েতের পথ ছেড়ে গোমরাহীতে পেতে উঠেছে।আল্লাহ সহায় হোন।
পাঠিকা-পাঠকের পরে আমিও আছি ভাই মন্তব্যকারী রুপে.....।
খুব ভালো লাগলো আপনার দুর্দান্ত লেখাটি। মন ছুঁয়ে গেছে!
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
আপনি আমার সিনিয়র ব্লগার তার পরও কথাটা না বলে পারলাম না । সরি ...।
আমার কমেন্ট আপনাকে হার্ট করেছে তার জন্যও আমি সরি ভাইয়া ।ফেরারী মন ভাইয়া @
শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন