ইসলাম ক্বাবা মদিনার পোষ্টারে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৫:৩৪ বিকাল
আজ কবিতায় গালমন্দ করি
মিথ্যাবাদীর মুখে-থুতু মারি
সারাবেলা মিথ্যার দোয়া দুরুদ
লুকুচুরি নয়-দিনে দুপুরেই গোলা বারুদ
হুজুর মারে-আলেম ধরে-ইসলাম ঘরে ঘরে
কায়েম করে ইসলামের মরিচিকা !
জান্নাতের সার্টিফিকেট বিলায় অকাতরে
জান্নাতিদের আতরের গন্ধে মোহিত বাংলা
পেট মোটা মাওলানা বাবা-সাজেন কেবলা
ভাবে রহমত সিটিকর্পোরেসনের করতলে
বাবা পেটু নরেচরে জলহস্থির আদলে
ইসলাম জিন্দাবাদ রমজানে কোরবানীতে
বিজয়ের মালাপরে মোটাতাজা চতুষ্পদ
ইসলাম আজ ঘরে ঘরে-ক্বাবা মদিনার পোষ্টারে
তারই নিচে স্টারজলসার পূজা অর্চন
হায় আল্লাহ এই বাংলার লেবাসে তুমি-
অন্তরে ভগবান বাস করে !
তাই রুদ্ধশ্বাস আমার আমি পাপি-
পাগলের জনপদে বাঁচি কেমন করে....?
বিষয়: সাহিত্য
১০৫৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ছন্দে ছন্দে মুসলিমদের অনেক ব্যর্থতাকে তুলে ধরেছেন! আল্লাহ মুসলিম জাতিকে সকল ভেদাভেদ আর দুনিয়া পুজা ভুলে ইকামাতে দ্বীনের দায়িত্ব পালন করার তৌফীক দান করুক,আমীন!
ধন্যবাদ।
তুলি এলে।
তবে অনেক পড়ন্ত বিকেলে।
আজ অনেক সুরে আজান হয়
সুললিত কণ্ঠে চলে কোরান প্রতিযোগীতা।
চল্লিশ রাকাত তারাবীর নামাজ!
ইসলাম নিয়ে চারিদিকে বিকৃতি। জুতা পেটা।
আহ। তবুও গায়ে লাগেনা। মিলাদেই তৃপ্তি পাই।
জিহাদের ইসলাম ভাল্লাগেনা।
ধন্যবাদ।
আহ। তবুও গায়ে লাগেনা। মিলাদেই তৃপ্তি পাই।
জিহাদের ইসলাম ভাল্লাগেনা।
এরপর আর কিছুই বলার নাই ভাই...সালাম নিবেন।
মন্তব্য করতে লগইন করুন