মন কাঁদে.....
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩০ মে, ২০১৪, ০৭:৫৩:৫৯ সন্ধ্যা
মন বুঝেনা
তার অক্ষমতা,
হাত বাড়ায়
অসাধ্য সাধনে,
খুঁজে ফিরে
হারানো স্মৃতি,
পথে প্রান্তরে
সৈকত কিংবা-
নীল দিগন্তে,
মন কাঁদে-অভিমানে
অজানা বিষাদে,
ব্যথিত হয়
প্রহর গুনে,
স্মৃতিরা ফিরে না
তরী আর ভিড়ে না,
হৃদয়ের বন্দরে
মন কাঁদে.....
বিষয়: সাহিত্য
১২৫৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন কাঁদে
প্রাণ কাঁদে
দুচোখ ভিজে
নাক কাঁদে
অবুঝ মন
যখন তখন
হারিয়ে যায়
দূর অজানায়
তরী আর ভিড়ে না,
হৃদয়ের বন্দরে
মন কাঁদে.....
তোমার শব্দ কান্না ইথারে ভেসে যায়,
জেগে উঠেনা ঘুমন্তরা?
তোমার কবিতার ঘোঙ্গানী বাতাসে মিশে যায়,
তবু বাধাঁর শৃঙ্ঘল ভাঙতে আসেনা বিদ্রোহীরা?
মাঝরাতে তোমার নিষ্ঠুরতার ধ্বনি
উচু দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে যায়,
তুমি নিজ শব্দে আবার আতকে উঠ!
না। ওরা জাগবেনা।
শপথের সৈনিকরা আজ বড় ক্লান্ত।
বাকীরা দুনিয়া দখলে সত্যর সাথে বিদ্রোহ করেছে।
না। তুমি থামবেনা।
ঐ যে দ্যাখ, নতুনরা জেগেছে এবার।
আবু জেহেলের প্রাসাদের মানুষগুলোই আজ
অবিশ্বাসের দেয়া ভেঙ্গে দিয়েছে।
ঐ যে, ওমর ওসমানের মতই
উলঙ্গ সভ্যতা প্রাতিস্ঠায় মরিয়া মানুষগুলো
পতঙ্গের মত ছুটে আসতে তোমার আওয়াজে।
..সামনে শুধু মাত্র একটি কাচের দেয়াল বাকী।
এটি ভেদ করেই রচিত হবে নতুন সুর্যোদয়ের।
যে পর্যন্ত তুমি
নিরব হবেনা, নিথর হবেনা, নিস্তব্ধ হবেনা।
কারণ, মহান প্রভূযে তোমার পেছনে
ছায়া হয়ে দাড়িয়ে আছে?
মন্তব্য করতে লগইন করুন