হে ভীরু কবি....
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৮ মে, ২০১৪, ০৭:৪০:১৯ সন্ধ্যা
কবিতা আজ বিদ্রোহী-রক্তচক্ষু দেখায়
নিরবতায় কেঁপে উঠে কবিতার হৃদয়
নিঃশব্দ চিৎকারে বলে হে ভীরু কবি
তুমি কবিত্বের সমাজে কলঙ্ক তিলক,
মানবতার অবমাননায় নিরব দর্শক
তোমায় ধিক্কার হে পদলেহি কবি
কবিতায় তোমার চাটুকারিতার চাতুর্য্য
তুমি পদলেহন কর মানবতা বিরোধীর,
মানবতার গলাটিপে দাও শব্দের চাতুর্যে
তোমায় ধিক্কার হে কবি-শব্দচোরা
শব্দে শব্দে রচ মিথ্যার কথামালা
নর্দমায় পরে থেকে রচ অশালীন পদ্য
চারিপাশের পদদলিত মানবতা এড়িয়ে
বিসর্জন দাও আত্মসম্মান-হীন স্বার্থে,
ধিক্কার তোমায়-ঘৃণার বর্ণমালায়
অভিশপ্ত তুমি-মজলুমের আর্তচিৎকারে
তুমি সময়ের নিরব খলনায়ক
ভীরুতায় তুমি নিক্ষিপ্ত-আস্তাকুঁড়ের কিট।
বিষয়: সাহিত্য
১২৯৯ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো....
চম..........। অ-সা-ধা-র-ণ ।
ধন্যবাদ ভাইয়া ।
ভীরুতায় তুমি নিক্ষিপ্ত-আস্তাকুঁড়ের কিট।
কিছু বলার নেই। শূধু বলব এক বছর আগে দেখা কবি আব্দুল মান্নান মুন্সীর কলমে আজ চীৎকারের ধ্বনি। শব্দে কলমের কান্না। কবিতায় প্রচন্ড বিদ্রোহ। ধন্যবাদ।
বিদ্রোহী কবি আজ বড়ই ক্লান্ত
লাশের মিছিল করেছে বাকহীন,
মুণ্ডুহীন লাশে বাঁচার আর্তনাদ
শকুনেরা মেতেছে শুধিতে ঋণ।
জানাজার মিছিলও থেমে গেছে
বুলেটের আঘাতে বেড়েছে লাশ
কাফনের কাফন কে পড়াবে,
রক্তাক্ত জনপদে রক্ষকের ত্রাস।
আমি জড়, তুমি প্রাণী
জড় হইয়াও বুঝি আমি, চাই চিৎকার করিতে
প্রাণী হইয়া বুঝিয়া সবি, চাও নিরব রহিতে।
কলম চালাও একবারের জন্য হলেও
দাও আমায় জান,
চিৎকার করিয়ে ডাকিব বিশ্ব, চেষ্টা করিব
জাগাইতে অন্তত একখানা প্রান।
হায় কবি, তুমি ভীরু
তুমি সময়ের নিরব খলনায়ক।
অফ টপিকঃ আমি কবিতা খুব কমই পড়ি।
কেন জানিনা। তবে আপনার কবিতা পড়ে আর প্রবাসী মজুমদার ভাইয়ের মন্তব্য পড়ে এইটুকুই মাথায় আসলো। তাই মন্তব্বের ঘরে লিখে দিলাম।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি জড়, তুমি প্রাণী
জড় হইয়াও বুঝি আমি, চাই চিৎকার করিতে
প্রাণী হইয়া বুঝিয়া সবি, চাও নিরব রহিতে।
কলম চালাও একবারের জন্য হলেও
দাও আমায় জান,
চিৎকার করিয়ে ডাকিব বিশ্ব, চেষ্টা করিব
জাগাইতে অন্তত একখানা প্রান।
**************************
আমি অভিবুত আপনার অসাধারন সমাজদার উপলব্দি দেখে...!!এত্তো বুঝেন তবে লিখেননা কেন ভাই...?আমিতো নগন্য হয়েও চিৎকার করছি আপনারা সুনলেইতো আমি স্বার্থক হবো...লিখেন লিখেন আপনার লিখার ধরন ধ্বার....অসাধারন অসাধারন.....
মন্তব্য করতে লগইন করুন