আমি রাজাকার- তুমি মুক্তি যোদ্ধা,
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৫ মে, ২০১৪, ১২:২২:২৩ দুপুর
এক মানচিত্রে জন্মেও আমি রাজাকার-
তুমি মুক্তি যোদ্ধা,
দেশ প্রেমে জীবন দিয়েও আমি দ্রোহি-
আর তুমি দেবতা!
হে বিধাতা এ কেমন দেশ প্রেম-
এ কেমন সহন শীলতা?
স্বাধীন দেশে পরাধীনতার চোরাবালি-
শুধু অশালীনতা আর মিথ্যা গালাগালি,
ভাই হয়েছে ভাইয়ের দুশমন-
প্রানের হত্যাকারি,
পেছন থেকে দেশের দুশমন-
মারিছে মাথায় বারি!
হায়রে অবোধ সত্য মিথ্যের-
নেই যাচাই বোধ,
শুধু হই হুল্লোর আর চেচামেচি-
নেবে রক্তের শোধ?
কার রক্ত নেবে-
নেবে কার প্রান,
প্রানকি তোমার সৃষ্টি-
নাকি নেতার দান ?
আর নয় নেশার ঘোর-
নয় আর মাৎলামি,
বিচার সেই করবেন-
যিনি বিচার দিনের স্বামী।
বিষয়: সাহিত্য
৯৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন