জাহান্নামের পথে হাঁটি
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৮ এপ্রিল, ২০১৪, ০৮:১২:২৪ রাত
ক্ষমতা তুমি আমায় মিথ্যাবাদী বানালে
দেখালে দুর্নীতির নোংড়া গলি
যে পথে চলি দিবা নিশি-মিথ্যা বলি হাসি মুখে
নির্লজ্জের মতোই দিব্বি থাকি তরতাজা !
ক্ষমতা তুমি আমায় ভুলিয়ে দিলে-আমার আদর্শ
এখন আমি এক পুতিগন্ধময় জ্যান্ত লাশ
বেঁচে আছি রঙ্গীন কাফন মুড়িয়ে
ক্ষমতা তুমি আমায় জাহান্নামে ঠেলে দিলে,
আমি হাঁসি মুখেই জাহান্নামের পথে হাঁটি-
চেপে ধরি ইনসাফের টুঁটি,
মাড়িয়ে চলি নিরিহের লাশ-দম্ভে দাপটে
ক্ষমতা তুমি ক্ষনিকের তা বুঝিনি...
বিষয়: সাহিত্য
১০৫৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন