গোঁয়ার গোবিন্দ...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৪ এপ্রিল, ২০১৪, ১০:৪০:৫০ রাত



গোঁয়ার গোবিন্দ পালিয়েছিল-শাহ জালালের ভয়ে

কেউ দেখেনি কেউ সুনেনি-পালাইলো না কয়ে!

রাজা গেলো রাজ্য গেলো-কামটা হইলো কি?

এত্তো বড় মহারাজার-ঘটেছিলো কি!

শাহা জালাল (রঃ) আযান দিলো-গোবিন্দদের পতন হল

সেই যে গেলো গোপন গোঁহায়-আজো ফিরলো না

আযান সুনে ধুতি খানা-পুরাপুরি ফানাফানা

দৌড়া বাবা জানটা বাঁচা-বাঘ ভেঙ্গেছে বাঘের খাঁচা,

গোবিন্দরা পালাইলেও-প্রেতাত্মারা আজো ঘুরে

মুসলমানের নামের পিছে-মোনাফিকের লেবাস ধরে

মুখের তাদের আল্লাহর দোহাই-অন্তর বেঁকা তেড়া

বাঘের ভেসে হুংকার ছাড়ে-নিজের ভেতর ভেঁড়া,

মুসলিম যারা ঈমান হারা পথহারাও বটে-

আল্লাহ তাদের ভরসাটা ঝড় তোফানেই দেখে !

দোহাই আল্লাহ মাবুদ মাওলা-বাঁচাও এ বান্দারে,

ঝড় কাটিলে ডাইল খিচুড়ি-বদনাশার মাজারে !

ঈমানের দাম দিতে পারি-রক্তের বিনিময়ে

জেল জুলুম আর ডান্ডাবেরি-বেড়াই হাতে নিয়ে

বীরের মতো হাটি আমি-ডান্ডাবেরি পাঁয়ে

কাফন আমার জেলের লেবাস-সদাই রাখি গাঁয়ে,

নারে বাপু জালিম বোকা-তোর ধারনা তোরই ধোঁকা

বীরেরা কেউ ঘরের ভেতর-বন্দি থাকেনা

তারা সবাই স্বাধীন চেতা-বাঁধন বুঝেনা

আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কাউকে মানেনা।

কাদের গেলো হাঁসতে হাঁসতে-বাকি কাদের লাইন ধরেছে

মরবে না হয় ধরবে এবার-ছেড়ে দিবে না

দিনগুলি সব ফুরিয়ে যাচ্ছে-ঘড়ির কাটার সাথে

বাঁজবে এবার বিদেয় ঘন্টা-সময় নেই আর হাতে।

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202561
০৪ এপ্রিল ২০১৪ রাত ১১:২৮
ফেরারী মন লিখেছেন : সেরাম হয়েছে ভাই সেরাম... জাজাকাল্লা খায়ন... অনেক ভালো লাগলো পড়ে।
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
153178
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ফেরারীকে আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck
202645
০৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার Rose
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
153179
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ফাতিমা আপু আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck
202883
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুবই ভালো লাগলো। ++++
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
153180
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মোহাম্মদ লোকমান ভাইকে আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck
203054
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩১
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল Rose
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
153181
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বিন হারুনকে আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck
203057
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৩
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো Rose Good Luck
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০২
153182
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বৃত্তের বাইরে কেন ? ভেতরটাইবা মন্দ কি আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck
204134
০৭ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
প্রবাসী মজুমদার লিখেছেন : গুরু। আপনার কবিতা দিন দিন অনেক শাণিত হচ্ছে। আজকের এ দুঃসময়ে ঘটে যাওয়া বাস্তবতাকে পুজি করে লিখা আপনার কবিতা অনেক সুন্দর।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৪
154088
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : গুরু শব্দটা আমার জন্য নয় এটা আপনার আপনি এ ব্লগ+সোনাব্লগে অনেকেরই গুরু তাদের মধ্যে আমি হচ্ছি ছোট্র শিস্য,আপনার মন্তব্য আমার খুব প্রয়োজন থাকে অপেক্ষায় থাকি কখন গুরুর চরন ধূলি পড়িবে মোর ব্লগ ঘরে..........।Love Struck Love Struck Love Struck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File