ক্ষমতার মহারাজ...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৩ মার্চ, ২০১৪, ১১:৫৪:১৩ সকাল

নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196548
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:৫৯
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
146643
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সদ্য প্রশবকৃত পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।Happy
196557
২৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
146786
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : গুণীজন আবুজারীর ভাই স্বাগতম আপনাকে...Happy
196563
২৩ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বরাবরের মতই ভালো লাগলো। অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
146785
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আন্তরিক ধন্যবাদ মেঘ ভাঙ্গা রোদকে...Love Struck
196594
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
146784
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে দামাল,Love Struck
196635
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : কিরে করি অপমানের মাল্য দান,
ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু
আরো কিছুকাল কর কৃপা মোরে-
মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,
সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে
হে প্রভু-ক্ষমতার মহারাজ।

আপনার কবিতার ভাষায় আজকের বাস্তবতার বড়ই সুন্দর। ছন্দের তালে তালে ফূটিয়ে তোলা স্বৈরাচারের চরিত্র চমতকার। ধন্যবাদ।
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
146782
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনি খোচা মারলেন তাই লিখলাম এই কবিতাটা আপনার কারনেই লেখা...এই সরকারকে নিয়ে কথা বলার মতো কোন ভাষা বা মনমানষিকতা আপাতত নাই...আমরা সব্বাই এই সরকারের কারনে দুঃখিত।
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৫০
146864
প্রবাসী মজুমদার লিখেছেন : মহাযুদ্ধের মাঝে যে কবির কবিতায় প্রদীবাদের ঝড় উঠে সেই বিদ্রোহী কবি। কবির সেই স্বার্থকতা কুড়ানোর এ মৌসুমে যদি কলমে কালি বারুদ হয়ে না বের হয়, তাহলে কবির মৃত্যুতে কেউ শোক প্রকাশ করতে আসবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File