স্বাধীনতার উৎসব..
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৭ মার্চ, ২০১৪, ০৭:৩১:৫৩ সন্ধ্যা
আব্দুল মান্নান মুন্সী
*******************
আমাদের একটা শহীদ মিনার আছে
আছে রক্তে লেখা গৌরবের ইতিহাস
এখনো কিছু বীর মুক্তিযোদ্ধা আছে
যাদের পেছন পুরো বাংলাদেশ
আছে কিছু নিগৃহীত পরবাসী বীর
যারা সর্বস্ব্য দিয়েছে স্বাধীনতার লাগী
তবু নেই আক্ষেপ-নেই না পাওয়ার বেদনা।
শুধু দুঃখ আজ স্বাধীনতাটা স্বাধীন নেই
আছে কিছু নির্লজ্য ক্ষমতার মহারাজ
যারা দেশ প্রেমের রঙ্গীন স্বপ্ন দেখায়
যারা সত্যায়ন করে মুক্তিযোদ্ধার সনদ
নবায়ন করে মুক্তিযোদ্ধার মেয়াদ
মুক্তিযোদ্ধের ইতিহাস লিখে ইচ্ছে মত
রোমাঞ্চকর এক নায়কের গল্প শোনায়
প্রজন্ম দেখে রঙ্গীন ইতিহাস!
স্বাধীনতা প্রজন্মের কাছে আজ কিতাবী কথা
বুড়োদের মুখের রুপ কথার গল্প
আজ রাজ পথের কাঁটাতারে-স্বাধীনতা অবরোদ্ধ্য
স্বাধীনতা আজ নাগরিকের অন্তর জ্বালা
স্বাধীনতার জবানে আজ ক্ষমতার তালা!
স্বাধীনতা যেনো রক্তের বিনিময়ে-
একটি পতাকা ধার করা!
স্বাধীনতা যেনো আহত মুক্তিযোদ্ধার-
শুধুই ধুকে ধুকে মরা?
স্বাধীনতা যেনো একটু একটু করে-
মানচিত্রটাকে ছেড়া ?
স্বাধীনতা আজ প্রিয় প্রতিবেশির-কাটাতারে ঘেরা ?
স্বাধীনতা আজ বাংলাদেশে-যেনো অসময়ে খড়া !
স্বাধীনতা আজ নাম সর্বস্য-একটি বাৎসরীক উৎসব..?
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আছে কিছু নির্লজ্য ক্ষমতার মহারাজ
এইভাবেই চলছে স্বদেশ মোগো
মন্তব্য করতে লগইন করুন